জীবন
– সারমিন জাহান মিতু
১৫-০১-২০২৩
মনের টেম্পারেচার নেমে গেছে আজ
হিম ঘরের খোলা দুয়ারে।
কি আছে জীবনের মানে,
খুঁজে চলা আমি থেমে থেমে
ঘুরে ঘুরে মানুষের মুখেচোখে
হতাশার ছাইচাপা কষ্টের কানন দেখি।
কি প্রেম-কি ভালোবাসা-কি বিরহের যন্ত্রণা
টানে না আজ,
টেনে নেয় সে অভুক্ত নগরে
ছলছল চোখে না বলতে পারা মধ্যবিত্ত
নামের মানুষের মনে।
সংসার কাকে বলে জানিনা আমি
এই সন্ন্যাস জীবনে।
সংসার দেখেছি আমি আজ
উচ্চবিত্ত চাকার তলে পিষে মরা বর্গা চাষির ঘরে।
আমার বিলাসী বসন লজ্জানত
ওদের রক্তের শ্রমে।
জীবন কাকে বলে-মানুষ বলে কারে
দেখিনা আমি পচনধরা বিবেকের কোন কোণে।