Breaking News
Home / Breaking News / কবি, কলামিস্ট ও গল্পকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর ছোট গল্প “নিরু এবং নিয়তি “

কবি, কলামিস্ট ও গল্পকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর ছোট গল্প “নিরু এবং নিয়তি “

” নিরু এবং নিয়তি ” (গল্প)
– আব্দুল্লাহ আল মামুন রিটন

মাঝ রাতে শহরের পথ ধরে হাঁটা আমার অনেক পুরাতন অভ্যাস৷ মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি একা৷ হাঁটতে হাঁটতে দেখতে থাকি রাতের শহর৷ দিনের মতো রাতেও একটা জীবন জেগে ওঠে৷ নতুন এক পরিবেশ তৈরী হয় ৷ রিক্সাওয়ালা, ট্রাক ড্রাইভার, মায়ের অসুখ শুনে ছুটে আসা সন্তান -অপেক্ষারত সকালের, পুলিশ, চোর, শীতে কুঁকড়ে যাওয়া ঘুমন্ত বৃদ্ধ, নেশায় বিভোর অন্য মানুষেরা,আমি এবং লাল টকটকে লিপিস্টিক দেওয়া পতিতারা- সবাই এই রাতে জেগে থাকে৷ চায়ের দোকানে টুংটাং শব্দ নজর কারে৷

আজ অন্য রাতের মতো একটি চায়ের দোকানে গিয়ে বসলাম৷ রেল ষ্টেশনের চা সাধারণত ভালো হয় না৷ কিন্তু এটা অনেক ভালো চা বানায়৷ চা খেয়ে (পান করে) আবার হাঁটতে হাঁটতে ঘরে ফিরবো৷ দোকানদার চা দিলো৷ চায়ে চুমুক দেব এমন সময় তীব্র মেকাপের গন্ধ, সাথে একটা নরম শরীরের স্পর্ষ অনুভব করলাম৷ পাশ ফিরিয়ে চেয়ে দেখি এক তরুণী ৷ আমার দিকে চেয়ে মিটমিট করে হাসছে৷ চমকে যাই নি৷ এদের হাসিটা আমি খুব করে চিনি ৷ “কিছু বলবা___?”

মেয়ে টা আমার প্রশ্ন শুনে হাত টা বাড়িয়ে দিলো ৷ চা দোকানদার মিটমিট করে হাসছে ৷ “ভাইজান, নিয়া যান ওরে, নতুন আসছে,খুব ভালো ব্যবহার৷”

আমি এবার একটু শক্ত হবার চেষ্টা করলাম ৷ মেয়েটা বললো ” বেশি দিতে হবে না৷”

ওকে ইশারায় আমার সাথে আসতে বললাম৷ মেয়ে টা খুশি হল৷ কিছু ট্রেন যাত্রী এখনও ষ্টেশনে সকালের অপেক্ষায় বসে আছে৷ একটা নির্জন টুলে গিয়ে ওর সাথে বসলাম ৷ গল্প করলাম ওর সাথে৷ নিরু ওর নাম ৷ ও HSC পর্যন্ত পড়েছে ৷ বাবা ভয়াবহ রোগে ভুগছে৷ সংসারে নিরু ছাড়া বাবাকে এই সময়ে সাহায্য করার আর কেউ নেই ৷ প্রতিদিন অনেক টাকার ঔষোধ আর চিকিৎসার খরচ তার দেহ ব্যবসা থেকে আসে ৷

নিরুর গল্প আমার বিশ্বাস হয় নি৷ ওকে বললাম চলো তোমার বাড়িতে যাব৷ কী একটু চিন্তা করে সে আমার কথায় রাজি হল। বাড়িতে রিক্সায় যেতে দশ মিনিট লাগল৷ টিমটিম করে জ্বলতে থাকা আলোয় ওর ঘুমন্ত অসুস্থ বাবার কাছে গিয়ে দাঁড়াতে ই ওর বাবা চোখ মেললো ৷ বড় লাইট টা জ্বেলে দিলো নিরু। চমকে উঠলাম আমি।

“স্যার! আপনি?”

এ দৃশ্য সহ্য করার মতো না৷ এক দৌড়ে চলে এলাম বাহিরে ৷ আকাশটা তারায় তারায় ভরা৷ ওখানে ঈশ্বর বিধাতা আল্লাহ কে যেন থাকে? দেখতে পাচ্ছি না তাকে ৷

” হে আল্লাহ এ দৃশ্য তুমি আমাকে কেন দেখালে?”

হাসেম স্যার, যার কাছে বই’য়ের অঙ্কের সাথে সাথে জীবনের অঙ্কটাও শিখেছি, সেই রুগ্ন অসুস্থ স্যার দূর্বল কন্ঠে ঘরের ভিতর থেকে ডাকছে…..

“পালালি রিটন……..?”

Powered by themekiller.com