Breaking News
Home / Breaking News / চাঁদপুরে দুঃস্থ সহস্রাধিক মানুষের মাঝে শীত বস্ত্র ও চক্ষু সেবা প্রদান

চাঁদপুরে দুঃস্থ সহস্রাধিক মানুষের মাঝে শীত বস্ত্র ও চক্ষু সেবা প্রদান

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর শহরের প্রানকপন্দ্র ঐতিহ্যবাহী পুরান বাজার মধুসূধন উচ্চ বিদ্যালয়ের মাঠে  ১৩ই জানুয়ারি ২০২৩ শুক্রবার ফেইথ বাংলাদেশ , এম, খান ফাউন্ডেশন , উইমেন্স ইম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশন, ইনার হুইল ক্লাব অফ ঢাকা ওয়াসিস, প্রতিধ্বনি, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, অরবিস ইন্টারন্যাশনাল, মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হসপিটাল(চাঁদপুর),

বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা, ব্রাইটার লাইফ স্কুল, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি এবং গ্রীন বাংলা নিউজ এর যৌথ আয়োজনে দুঃস্থ  হতদরিদ্র সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা, শীতবস্ত্র বিতরণ ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন, ‘আমরা সারা দেশেই নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ প্রায় এক হাজার মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ দিচ্ছি।’

‘পাশাপাশি শীতার্তদের জন্যও আমরা ভালো মানের কম্বল দিচ্ছি। ভবিষ্যতেও যাতে মানুষের জন্য এভাবে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া ও আন্তরিককা চাই।

এ সময় কৃষি ব্যাংক চাঁদপুরের এ জি এম আরসাদুজ্জামান, পুরানবাজার এম এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ডাঃ শেখ মহসিন, জয়ধ্বনি বিদ্যাতয়ন এর প্রতিষ্ঠাতা তাপসি ভৌমিক, জয়ধ্বনি বিদ্যায়তনের অধ্যক্ষ সুূদিপ তন্ময়,ইনার উইল ক্লাব চাঁদপুর জেলার প্রেসিডেন্ট মাহমুদা খান,

বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান,  ভাইস প্রেসিডেন্ট মিতু আক্তর,  পুরান বাজার পুলিশ ফাড়ির এ এস আই মোঃ আলী, টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম, গ্রীন বাংলা নিউজের সম্পাদক আশিক খান, ফয়েজ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বর্তমান সময়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। জেলার অন্যান্য এলাকার চেয়ে চাঁদপুর পৌরসভার অন্তর্ভুক্ত পুরাণবাজার এলাকায় অসহায় দরিদ্র মানুষের সংখ্যাই বেশি, এসব দরিদ্র মানুষের সেবা প্রতিনিয়ত পুরাণবাজারের কিছু সামাজিক সংগঠন গুলো নিজ উদ্যোগে পাশে দাড়ায়। এসব অসহায় দরিদ্র মানুষের পাশে সকল শ্রেণীর উর্ধ্বতন মহল পাশে দাড়ালে অসহায় মানুষ গুলো তীব্র শীতেও জীবনযাপন করতে পারবে বলে বর্তমান সময়ের নারী সংগঠন বিজয়ী মতামত প্রকাশ করেন।

Powered by themekiller.com