Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “অভিবাদন”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “অভিবাদন”

অভিবাদন

সারমিন জাহান মিতু

অবাঞ্ছিত কষ্টের স্রোত
আরশোলার মতো বেয়ে নামে
মনের কার্নিশ হতে,
সুখ পাখিদের অবমুক্তি।
আজকে তোমার অভিবাদনের দিন,
রবীন্দ্র গীতাঞ্জলী থেকে
আঁচল পেতে কুড়িয়ে আনি শব্দের ফুল
নীলাম্বরী সেজে ওঠে তোমার পুরুষ উত্তম দেহে।
কি লিখো তুমি কবিতায়,
যার প্রতিটি শব্দে আমার মন ভ্রমরা
আমি ঘর হতে বের হয়ে আসি।
ঘর ছাড়া পথিক,
তোমার লিখিত শব্দে খুঁজে চলি আমাকে।
চোখের পাতায় নড়াচড়া করে কবিতা
বুকের ভিতর তোমার বসবাস।
এক সমুদ্র ভালোবাসায় তৃষ্ণা
ভরেনা আজ,

আরও হোক কবিতা।

গিরিখাত পেরিয়ে সপ্ত আকাশের
বুকে রাখো স্বাক্ষর।
আমি তারকারাজি অভিবাদনের
সজ্জিত আলো দেবো পথের ঠিকানায়।
(আজকের কবিতাটি আমার প্রিয় কবি,প্রিয় মানুষ রিটন মোস্তফাকে উৎসর্গ করছি)।

Powered by themekiller.com