Breaking News
Home / Breaking News / প্রবীন ও বিশিষ্ট কবি সাহি পারভেজ মিজান এর দুর্দান্ত কবিতা “নিঃশব্দে তুমি চলে গেলে”

প্রবীন ও বিশিষ্ট কবি সাহি পারভেজ মিজান এর দুর্দান্ত কবিতা “নিঃশব্দে তুমি চলে গেলে”

নিঃশব্দে তুমি চলে গেলে
সাহি পারভেজ মিজান—-

নিঃশব্দে তুমি চলে গেলে
অন্তিম ভাসনায়
বিজয়ের পতাকা হাতে নিয়ে
নিজেকে তুমি
নতুন রুপে আবিস্কার করলে,
এ-ই নাহলে তুমি ‘ নারী ‘।
আমার অবিরাম ভালোবাসার হাতছানি
অকৃত্রিম হৃদয় নিংড়ানো ভালোবাসা,
তোমাকে ছোঁয়ার দুঃস্বপ্ন
সব-ই যেন বৃথা।
সেই তুমি
দূর বহু দূর
নেই আজ স্বপ্নের চারিপাশে
হারিয়ে গেছো যেন
গন্তব্যের অগোচরে।
অথচ আমি
আজও
স্বপ্নের ঘোরে
তোমাকে খুঁজে বেড়াই!
আর তুমিহীন
স্বপ্নের কষ্টটায় যখন জেগেউঠি
তখন শুধু এটুকুই ভেবে
শান্তনা খুঁজি,,,
বড় প্রেম শুধু কাছেই টানেনা
ইহা দূরেও ঠেলিয়া দেয়।

Powered by themekiller.com