Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “স্ফটিক অবয়ব “

কবি ও কলামিস্ট আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “স্ফটিক অবয়ব “

” স্ফটিক অবয়ব ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

নারীর আমি গভীরে ঢোকার কোন ক্ষমতা রাখি না
তবে কিছু স্ফটিক কাঁচের দেওয়াল তৈরী করতে পারি
যদি নারী তুমি এসে সমুখে দাঁড়াও, বলো বড্ড ভালোবাসি!

এক বিকলাঙ্গ ভাঙা কলমে খুঁড়ে চলেছি ডাইরিতে
একটা নারী, একটি তৈলাক্ত অবয়ব, কত গভীরে তুমি?
কত গভীরে গেলে, কত শব্দের পলেস্তার খসালে
বেরিয়ে আসে সেই কাঙ্খিত অবয়বের একটি প্রিয়তমা?

জীবনানন্দ ক’টা ডাইরী খুঁড়ে পেয়েছিল বনলতা সেন
রবীন্দ্রনাথ কোন শব্দের পলেস্তারে দেখেছিল হৈমন্তী
কত সহস্র কবিতার জন্ম দিলে দেখা যাবে একটি তিলত্তমা?

এই মুহূর্তে, সময়ের এই শেষ পথের মাইলস্টোনে ক্লান্ত আমি
একটি নারী চাই, হেলান দিয়ে তার বুকে দেখবো খোলা আকাশ,
বহুদিন বহু শব্দে,বহু প্রবন্ধ কবিতায় খুঁজেছি যাকে, সেই নির্ভরতার নারী।
স্ফটিক কাঁচের দেওয়ালের ওপারে দাঁড়ানো স্বচ্ছ একটি অবয়ব।

Powered by themekiller.com