Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি রিঙ্কু ভট্টাচাৰ্য এর কবিতা ” সেই তুমি”

কলকাতার বিশিষ্ট কবি রিঙ্কু ভট্টাচাৰ্য এর কবিতা ” সেই তুমি”

শিরোনাম -সেই তুমি
কলমে -রিঙ্কু ভট্টাচাৰ্য
এই মন এতো দিন যাকে খুঁজেছে
হয়তো তুমিই সেই মানুষ আমারপ্রেম,
কখনো স্বপ্নে আবার কখনো বাস্তবে
শুধু চেয়েছি একটা বিশ্বাসের হাত।
নিজেকে মেলে দিতে চাই তোমার
হৃদয়ের ক্যানভাসে প্রেমের জোয়ারে,
কখনো বা হৃদয়ের প্রাচীরে তাজমহল
গড়বো ভালোবাসা প্রবিত্ত ছোঁয়ায়।
নীল আকাশে উড়ে বেড়াবো
কখনো পাখি ,প্রজাপতির মতো
ডানা মেলে উড়বো দুজনে গাইব
শুধু ভালোবাসাআর প্রেমেরগান ।।

error: Content is protected !!

Powered by themekiller.com