Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “শেষঠিকানায়”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “শেষঠিকানায়”

শেষঠিকানায়
সারমিন জাহান মিতু
৪/১/২০২৩

মহামারীর মহাকাল হতে
অগ্নি নদী সাঁতরে এসেছি
আমরা দুজন কাঠ পোড়া কয়লা
আর বাকিটুকু ছাই ভস্ম।
এ ছাড়া কিচ্ছুটি ছিলো না
আমাদের শরীর মন দুটিতে।
তোমার -আমার ভস্মিত ছাই টুকু
মহাদেবের কৃপায় কখন যেনো
আবার পূর্ণ এক শরীর পেলো
আমরা দুজন চিনে নিলাম আমাদের।
কখন ভালোবাসা হয়ে গেলো
মনের কোণে শুধু তোমার বসবাস।
দুুঃখ গুলো ক্লান্ত এখন
ওর ছুটি চাই,
ছুটি দিয়েই দিলাম।
আমার বুকের ভিতর এখন
হাজারটি তুমি,
হাজার সুখে গোলাপের পাপড়ি
নির্মল সুরভি মাখামাখি করে।
আমাদের রাত গুলো ফ্যাকাসে নয় আর
একলা থাকার রাতে
আমরা দুজন এখন ময়ূরের ঠোঁটে কথা বলি,
ভোর নেমে এলে আমি তোমার বুকে লুটিয়ে পড়ি।
স্বপ্ন দেখে মন,
মানবীর একটু চাওয়ার মধ্যে আদিম সুখের
পদ্য রচিত হয়।
মন পসরা সাজায় নতুন তুমি-আমির মাঝে
মোহহীন ভালোবাসায়,
বাকিটা পথ এক বুননকারীর নকশায়
তোমার সাথে শুধু তোমার সাথে
হেঁটে যেতে চায় শেষঠিকানায়

error: Content is protected !!

Powered by themekiller.com