Breaking News
Home / Breaking News / কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে বই বিতরন উৎসব পালিত

কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনে বই বিতরন উৎসব পালিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
নতুন বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় সরকারের বিনামূল্যে চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। রবিবার (১ জানুয়ারী) এ বই উৎসবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে

রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন-বিদ্যালয় শিক্ষক, অভিভাবক সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ।

হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির হোসেন বিএসসি বিএড এর সভাপতিত্বে বই বিতরনে উপস্থিত ছিলেন-শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রহিম, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম ফারুকী, সফিউল্যা সহ অন্যন্যা শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় সুধীজন।

রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তানিয়া সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়া রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুভাস চন্দ্র, ইউআরসি ইন্সট্রাক্টর মো: জাকির হোসে, ইউপি সদস্য জহির মোল্লা প্রমুখ। আলোচনা শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, বই বিতরনের পূর্বে উপজেলা পর্যায়ে এ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরুল আমিন ও তানিয়া সুলতানা শ্রেষ্ট প্রাথমিক শিক্ষা পদক-২০২২ অর্জন করায় তাদেরকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বই বিতরনে উপস্থিত ছিলেন-পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিন উল্যাহ সভাপতিত্বে বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ নেতা মাও: আবু সাঈদ, মো: বাহার, মিজানুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সাইফুল আলম চৌধুরী সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর এর সভাপতিত্বে আজ নতুন বছরের প্রথম দিনে সরকারের দেয়া বিনামূল্যে বই বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা ফারহানা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফারহানা পারভীন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন-আমি এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাও: মনিরুজ্জামানের সভাপতিত্বে বই বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য তৌহিদুল ইসলাম খোকা। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য মো: জহির মোল্লা, মাদ্রাসা ম্যানেজিং কমিটির কোআপ সদস্য মনির হোসেন সহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের সভাপতিত্বে বই বিতরনে উপস্থিত ছিলেন-বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান জামসেদ সহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Powered by themekiller.com