Breaking News
Home / Breaking News / স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে.. শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে.. শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

এম. আর হারুন ( চাঁদপুর)ঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার পর পরই দেশনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। এ দেশকে নিন্ম আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিনত করেছে তারই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। এ দেশে যতই ষড়যন্ত্র হোকনা কেন শেখ হাসিনার স্বপ্নের কিছুই হবে না। আমরা জনগনের কাছে বদ্ধপরিকর। কথা দিয়েছি এ দেশের দারিদ্র্যতা থেকে মধ্য আয়ের দেশ গড়ে তুলবো। আমরা তাই করছি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। তিনি ৩০ ডিসেম্বর চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ ফেরদৌসের পরিচালনায় প্রধান আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মানকেও ডিজিটালে রূপান্তরিত করেছে। দেশের সব স্থানে উন্নয়ন করে যাচ্ছে। কিন্তু এক শ্রেণীর যড়যন্ত্রকারীরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। আওয়ামিলীগের যত নেতাকর্মী আছে তা প্রতিহত করার জন্য দাড়িয়ে আছে। তিনি আরো বলেন, আমিও সাংবাদিক পরিবারের সন্তান, সাংবাদিকদের সাথে আমার একাত্বতা আছে। শুধু চাঁদপুর নয় দেশের প্রত্যেকটি জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত প্রশিক্ষণ ও প্রেস ক্লাব গুলো উন্নয়ন করে যাচ্ছে। আমিও মনে প্রানে চাই চাঁদপুরের প্রেস ক্লাব দেশের একটি মডেল প্রেসক্লাবে পরিনত হবে। সকাল ১১টায় অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, প্রবীন সাংবাদিক মোঃ মুনির চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক বিএম হান্নান, সাংবাদিক সোহেল রুশদী, সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, একে এম মাসুদ, আঃ লতিফ প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক আনোয়ার হোসন কাজল, সাংবাদিক রহিম বাদশা, কচুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সভাপতি মানিক সাহা, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, হাইমচর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক। দ্বিতীয় অধিবেশনের শুরুতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান আগামী বছরের সভাপতি আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভন। ফুলেল শুভেচ্ছা শেষে বর্তমান সভাপতি গিয়াসউদ্দিন মিলন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা প্রদান করেন।

Powered by themekiller.com