Breaking News
Home / Breaking News / কলকাতার কবি রিঙ্কু ভট্টাচার্য এর অসাধারণ কবিতা “হটাৎ দেখা”

কলকাতার কবি রিঙ্কু ভট্টাচার্য এর অসাধারণ কবিতা “হটাৎ দেখা”

শিরোনাম -হটাৎ দেখা
কলমে -রিঙ্কু ভট্টাচার্য

কতদিন পর দেখা তোমার সাথে
চলো যাই সেই নদীর ধারে নিরালায়
আগে যেখানে বসে হাতের অপর হাত
রেখে কাটাতাম ঘণ্টার পর ঘণ্টা,
ভালোবাসার ডুব সাগরে পারি দিয়ে।
আমি তোমাকে যেমন করে ভালবাসি
তেমন করে ভালবাসা কী কঠিন!
তোমার ভালবাসার কারণে বাতাস,
আমার হৃদয় কে আঘাত করে।
তুমি কি এভাবেই নিরুত্তর থাকবে!
আমার হাতটা একটু ধরো
তোমার সাথে অন্তহীন পথ হাঁটতে ইচ্ছে করে,
ইচ্ছে করে তোমার অনুভূতি কে পরশ দিতে,
অন্তহীন পদচারীর বিবর্ণ মুখ। নাইবা পেল অবলোকন!
নাহয় হলনা কোনো বার্তালাপ
শুধু অবজ্ঞা কোরো দুরে সরিয়ে দিও না।
ফিরিয়ে নাও তোমার সজীবতা, নীরবতা।
ফিরিয়ে নাও তোর সুরভিত পদ্মরাগ মনি।
থাক শুধু অনুরণন,বেলাশেষের গৈরিক বুনানী।

Powered by themekiller.com