Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

কবিতা ।।
শিরোনামঃ আর্তি ।।
কলমেঃ প্রহ্লাদ ভৌমিক ।।
তারিখঃ ২৮-১২-২০২২

আর্তি ।। প্রহ্লাদ ভৌমিক ।

গানে অন্তরার কথাগুলি সম্পর্কের প্রশ্ন হলে
এপার-ওপার মেলাবার
একটা শক্তপোক্ত সাঁকো গড়ে ওঠে ।

এক বুক অস্থিরতায় সেই সাঁকো পেরিয়ে যেতে যেতে
অপলক দু’চোখের গভীরে
জীবনের কোন না কোনও রঙিন স্বপ্ন এসে
আবেশে আবেশে বুকের গভীর ছুঁয়ে যায়…

সেই স্বপ্নের প্রতিটি গল্প জুড়ে থাকে
যাপনের মুখর শব্দ ও সংলাপ…

স্বপ্নের এক আশ্চর্য মিথ ঘিরে উদ্ভাসিত হয়
অনাগত এক উজ্জ্বল ভবিষ্যৎ
আর অপূর্ব নিসর্গ শৃঙ্গারে উন্মুখ এ’মনে
একাগ্ৰ হয় সমর্পণ ,সম্মোহন ;

ঠিক সেই মুহূর্তের ঘনঘোরেও
ফিরে তাকায় অন্তরঙ্গ অকপট জীবন,
দু’চোখের বিস্ময়েও গড়িয়ে পড়ে
স্বপ্নের সুগভীর আর্তি ।

——————————————-

আশা করিনি
সুনীল বণিক।
২৮/১২/২০২৯
******************
অনেকটা সুখ তো আশা করিনি
কোনোদিন ভুল করেও——-
আশা করিনি এক আকাশ
শুভেচ্ছা বা শুভ কামনা,
তবুও সামান্য পেতেও বাধা——
স্বল্পে সন্তুষ্ট থাকতেও মানা যেখানে
সেখানেই আমাকে দীর্ঘ দিন
শ্বাস নিতে হবে। বাঁচতে হবে।
অধিকার ভরসা সততা সম্পর্ক নামক
শব্দগুলো খুব সস্তায় বেচাকেনা চলে।
মানবতার নীতি নিয়ে
অমানবিকতার মেলায় ফেরি করা—-
আজকের পরিস্থিতি একদম ভিন্ন।
আমি রোজ স্বপ্ন সাজাতে সাজাতে
ক্লান্ত হই, নিদ্রা যাই—–
ভাঙে ঘুম, ভাঙে স্বপ্ন আর সম্পর্ক,
ভয়ে ভয়ে প্রতিটা দিন গোনা,
মিথ্যা আর ছলনা ভরা সাথীদের
সাথে চলি আমি দীর্ঘ পথ অগত্যা।
ভালোবাসার কাঙাল——
তাই তো বেহায়ার মতো ছুটে বেড়াই ভালোবাসার তরে,
যা পাইনি সারা জীবন—-
পরিহাসের পাত্র হই, কলঙ্কিত হই।
তবুও চাই ভালোবাসাতে ডুবতে,
শুধু ভয় ভুল বোঝাবুঝির,
ভয় অজানা কিছু শঙ্কার—-
যদি এসে যায় অকস্মাৎ কোনো তুফান।


——————————————–
বিভাগ- কবিতা
বিষয়- উন্মুক্ত
শিরোনাম এ হেন জীবন
কলমে প্রাণেশ রঞ্জন গোস্বামী
তারিখ ২৮/১২ /২০২২

এ জীবন মাঝারে সবই আধাঁর
যা কিছু সত্য মেনে নেওয়া কঠিন ভার
থমকে নেই জীবন চলছে অভিরাম
বাচাঁর তরে অবিরল অবিরত সংগ্রাম।

এ হেন জীবনের ছন্দ পতন ঘটে যখন
চারিদিকে বিভীষিকার লড়াই হাসে প্রিয় জন
অস্তাচলে রবি নীরবে অশ্রু ঝরায় তখন
বানভাসী জীবন উন্মুক্ত গগন তলে বিচরণ ।

অনুপ্রেরণা সাথ দেয়না বিরহে অবিচল
ভাবনা খন্ডিত ফেলনা তবুও অগ্রগতির বল।
ঘুমো ঘুরে দংশনে যার ঘুম ভাঙ্গে
নিশুতি রাতের ইতি কথা ভাসে মরা গাঙ্গে।

স্তবকে গুচ্ছ কুসুম সারি হাসে রাশি রাশি
বেদনার উৎস না জেনে উল্টোরথে চলে শশী।
মনের পাতায় লেখনী এলো মেলো লিখে রয়
প্রেম গাথা পথে ঘাটে সবাই মূখে মূখে কয়।

অন্তিমে আস্তিনে বিষধর মেহনতে লাগাম টানে
ভালোবাসার জমি ধ্বংস হলো খানিক প্রলোভনে
আলোর তল্লাশিতে বৃথাই জীবন কাটালে
আশা ছেড়ে শুধু প্রয়াসে প্রাসঙ্গিক হলে।

উন্মাদতায় উন্মুক্ত পবন হঠাৎ অনসনে বসলে
শীতল বারি উষ্ণায়নে দিশেহারা হলে
বাস্তবে হয়তো বা ক্ষণিক আধাঁর ঘনিয়ে আসিবে
লালায়িত প্রাণ আক্কেলের অভাবে সর্বস্ব হারাবে।

——————————————-
শিরোনাম—ভেজালের রাজত্ব
কলমে—অভিজিৎ দাস
তারিখ—২৮.১২.২২

মানুষ নিজের স্বার্থে ভোগবিলাসে যত্রতত্র বৃক্ষ ছেদন করে,আবাস গড়ে ডেকে এনেছে নিজেদের সর্বনাশ,
প্রকৃতি নিজের ভারসাম্য হারিয়ে তাই
অধিক ঝড়,বৃষ্টি ও ঘনঘন সৃষ্টি করে নিম্নচাপের পূর্বাভাস ৷চাষি চাষের উপযুক্ত পরিবেশ ও মাটি না পাওয়ায়
উচ্চফলনশীল বীজের করছে রোপণ৷
ঐ বীজ অঙ্কুরোদগম করিয়ে অধিক ফলন পেতে
রাসায়নিক সার ব্যবহার করায় আমরা ভেজাল ফলন করছি সেবন ৷

প্রতিযোগিতার বাজারে কেউ পিছিয়ে নেই ভেজাল দ্রব্য সেবন করাতে,
ব্যবসায়ী তার ব্যবসায়ে মুনাফা বেশি রাখার জন্যে নিম্নমানের দ্রব্যে,বিন্দুমাত্র পিছু পা হয় না বিষ রং মিশাতে ৷
ঐ রং মিশ্রিত দ্রব্য খেয়ে সকলের শরীরে ডেকে আনে জটিল রোগ,
অচিরেই শেষ হয়ে যায় জীবনের আনন্দ ও সুখ ভোগ ৷

শিক্ষা প্রতিষ্ঠানও পিছিয়ে নেই ভেজালের দিক বাজি রেখে,
তারাও বেশি দস্তরি পাওয়ার স্বার্থে ভালো লেখকের বই বাদে,নিম্ন মানের লেখকের বই বুকলিস্টে লেখে ৷
ঐ বই পড়ে ছাত্র,ছাত্রীদের শিক্ষার মান হয় না সমীচীন,
ফলে তারা কোনদিন কোন প্রতিযোগিতায় হতে পারে না ভালো ছাত্র,ছাত্রীদের সম্মুখীন ৷

পিছিয়ে নেই সেবা প্রতিষ্ঠানের স্থানে,
সেখানেও বেশি দস্তরি পাওয়ার স্বার্থে ডাক্তার বাবুরা
ভালো কোম্পানির ঔষধের পরিবর্তে নিম্নমানের কোম্পানির ঔষধের নাম লেখে থাকেন তাদের প্রেসক্রিপশনে ৷
ঐ ঔষধ খেয়ে রুগীর অবস্থা ধীরে ধীরে হয় বিপদজনক,
কিন্তু তাতে ডাক্তারবাবুদের হয় না কোন মনস্তাপ
কারণ তারাতো জানে আমাদের জুটলেই হলো রেক ভর্তি স্মারক ৷

——————————————–

কবিতা ঃ- মেট্রোরেল
লেখক ঃ মোস্তফা মামুন
তাং ঃ ২৮/১২/২২

মেট্রোরেল এর চালক তুমি নোয়াখালীর মেয়ে,
পুরো বিশ্ব আছে আজকে তোমার দিকে চেয়ে।

বিচক্ষণ আর বুদ্ধি মতি সবার চেয়ে তুমি,
তোমার জন্য প্রণখুলে দোয়া করছি আমি।

তুমি হলে পরিচালক প্রধানমন্ত্রী প্যাসেন্জার,
খুলতে এলে বাংলাদেশে মেট্রোরেল এর প্রথম দ্বার।

মেট্রোরেল এর গুরুদায়িত্ব তোমার হাতে দিলেন,
বোন তোমাকে আপন করে প্রধানমন্ত্রী নিলেন।

যিনি হলেন দেশরত্ন বাংলার অহংকার,
ডিজিটাল থেকে আমার বাংলার স্মার্ট রূপকার।

বাংলা হলো আধুনিক দেশ বদলে গেল রূপ,
উন্নয়নের নৌকায় চরে হচ্ছে অপরূপ।

বঙ্গবন্ধুর স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিলো,
তারি মেয়ে শেখ হাসিনা করে দেখালো।

বাহ,বাহ, বাপের বেটি পিতার মতোই কন্যা,
যাঁর পরশে বৈইছে দেশে উন্নয়নের ঝর্ণা।ল

——————————————-

সজ্জিত কবর
ওয়াহেদ সরকার

সজ্জিত কবর
মোমের আলো জ্বলে
লালসালুর ঝালরের সাজে।
উপঢৌকন সাধে
সাধ্য করে কেউ কোরবানিও সারে।

মন সাজায় ওরা উপদ্রুত ভেবে
পরিত্রাণ খুঁজে মৃতের মন গলায় কাতর স্বরে।
অশ্রুজল মাড়িয়ে যায় ভাগ্য লিখনে
কান্নার আওয়াজ হারিয়ে যায় বাতাসে উড়ে।

তবু যেনো প্রশান্তি ভরে বুক জুড়ে
কাম্য সবার মতো আমারও আছে ভালে
সফলতায় শতোভাগ আমি অগোচরে।

দিনমান কায়িকশ্রমে বিগলিত বদনে
চোখের চারিপাশ স্বাক্ষ্য দেয় প্রমানিত সত্যে
আমি বড়ো হয়রান যথাক্রমে অবুঝ প্রেমে।

না চিনি স্রষ্টা ,না জানি কৃষ্টি,না সংস্কৃতি
ভবের হাটে সওদা করি অপ্রিয় সব দূরদৃষ্টি।

তারিখ -২৮/১২/২০২২খৃঃ।

Powered by themekiller.com