Breaking News
Home / Breaking News / শব্দনগরের ভারপ্রাপ্ত সম্পাদিকা কবি সারমিন জাহান মিতুর কবিতা “মুক্তি “

শব্দনগরের ভারপ্রাপ্ত সম্পাদিকা কবি সারমিন জাহান মিতুর কবিতা “মুক্তি “

মুক্তি

সারমিন জাহান মিতু

২৯-১২-২০২২

কেমন আছি পৌরাণিক ইতিহাস এটা,

আমি কি হাসছি – জানিনাতো
কাঁদছি কিনা বলেনা চোখের পাতা
শিশির কণা দেখছি না তো।

ব্যাখ্যামতে ওটা আমার মনের অসুখ,

হজমের ভরি গিলছি রোজ গোগ্রাসে
কিন্তু দুঃখ নামের বাজপাখিটা
নিত্য খেলা করে মনের উঠোন জুড়ে।

শুধু একটা চাঁপা নিঃশ্বাস
নিঃশব্দে বেড়িয়ে আসে,

বিলাপ নেই কোন -বৃথা আক্ষেপ টুকু
ধামাচাপা পড়ে যায় সুখ নামের
আতশবাজির মাঝে।

নিস্তব্ধ গুমোট মেঘের আড়ালে
কত জল লুকিয়ে আছে,

জানার সাধ্য কারো নেই – বয়স বেড়েছে
ভাবছি থাকনা মনের ঝঞ্জাট গুলো মনের ভেতর।

আর মাত্র তো কয়েকটি বছর
পেরুলেই মুক্তি খুব নিকটেই,

কিন্তু মানুষের কি মুক্তি মেলে
শুনেছি সেখানেও হিসেবের ফর্দনামায়
পাপ- তাপের হিসেব কড়ায়গণ্ডায়।

আমার এসব নিয়ে শোক- তাপ নেই
মুক্তি হলেই রোদ ছুঁয়ে দেখতাম,

কতটা পোড়াতে পারে ঘনকুয়াশায়
পোড়তাম আর মিষ্টি ভোরে
তোমার কপল ছুঁয়ে বলতাম
দক্ষিণা জানালায় এখনো ভালোবাসা কেঁদে ভোর হয়।

error: Content is protected !!

Powered by themekiller.com