Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

শিরোনাম – ভালোলাগা_ভালোবাসা
কলমে – মনিরা মাসিদ
তারিখ – 27.12.2022

সুন্দর মুখের জয় সর্বত্র হয়।
এ কথা বোধহয় ঠিক নয়।
আমি কত কত সুন্দরী নারীকে
দেখেছি প্রিয় মানুষের কাছে
কত অবহেলিত হয়।
আমি দেখেছি সংসারে কত কত
সুন্দরী নারী অসম্মানিত হয়।।

আমি দেখেছি কত সাধারণ
দেখতে নারী প্রিয় মানুষের
প্রিয়া হয়।
আমি দেখেছি কত সাধারণ নারী
সংসারের রাজ করে যায়।।
ভালোবাসা ভালোলাগা
চোখ দিয়ে মনে নয়
মন দিয়ে চোখে হয়।

——————————————–

সেই সোনার খাঁচা কই?
কলমে- রত্না চৌধুরী
২৭/১২/২০২২

শীত দরজায় কড়া নাড়তে
গিয়েই থমকে গেল!
অপরিচিত প্রকৃতিতে মানবের
জীবন সমীকরণ মিলছে না বলে।
গরমিলে অবিরাম চলছেইতো চলছে!
গাছালিরা পাড়ায় পাড়ায়
চোখ বুলাচ্ছে!
খেজুরের রসে রসে উপার্জিত হবে
প্রত্যাশা করা দুটো টাকা!
আর গ্রামের শিশুরা নিবে আনন্দের শিশুত্ব।
খেজুর গাছের ডালে বানানো নকল ঘোড়া!
নুড়ি পাথর মোড়া ঝুমঝুমির
ঠক ঠক করা আওয়াজে মাতোয়ারা যেন
রাজার ঘোড়া!
বাকীটুকু অন্য ইতিহাস..
খেজুর গাছের ছালে ফাসিয়া ছুটকী মাছের
স্বপ্ন দেখতাম!
দেখতাম কাঁঠাল পাতার টাকা নামক
লেনদেনে নানা সদাই-পাতি!
বিকেলে হৈ হুল্লোড়ে ঘুরতো শিশুরা
মাঠে, ঘাটে আর তেপান্তরে!
আর স্বপ্ন খুঁজতো বিশ্বাসে নিঃশ্বাসে।
সারা বিকেল জুড়ে ঘুরে
ঘরে গিয়ে যখন বই নিয়ে বসতো
তখন ঘুমের রাজ্যে ঢলে পড়তো।
আর বকুনিঝকুনিতে কোন রকম সময় পার।
আহা কি সুন্দর দিন কাটাইতাম তখন!
আহা! সোনার দিনগুলো আর ফিরে
আসে না।

——————————————–
আমার বসত বাটি

ধীরে ধীরে পুরনো হচ্ছে তোমার বসত বাটি
সম্পর্ক গুলোও কেমন যেন থাকছে না আর খাঁটি ?
জমছে ধুলো স্মৃতির খাতায় ধূসর থেকে মলিন —
তবু পুরনো স্মৃতি গুলোই আজ যায়নি হয়ে বিলীন

সন্তানেরা আজ প্রতিষ্ঠিত যার যার ঠিকানায়
আজ তাদের ও একটা ঘর হয়েছে আপন আঙ্গিনায়।

তবু পরস্পরকে বেঁধে রাখায় আমরা রয়েছি রত
বয়সের সাথে আজ আমরা পুরনো হইনা যত?

চির যুবার মত রূপ যৌবন কিছুই নেইতো আজ
তবু এখন যেন মনটা বলে, চির সবুজ হয়ে সাজ।

সময় হলে এক এক কোরে সবাই যাবে চলে
তবু আমরা থাকবো পাশাপাশি কোনো না কোনো ছলে

তোমার হাসিতে ভরে থাকুক তোমার সাজানো আঙ্গিনা
আবার আনন্দেতে উঠবে ভরে করি সেই কামনা।

সেই নতুন থেকে ধীরে ধীরে পুরনো হচ্ছে সবি
তবু তুমি থেকো মোর নীলিমা হয়ে ,
আর আমি তোমার কবি।

কলমে : রোকশানা আক্তার
তারিখ : ২৭.১২.২২

——————————————-

শিরোনাম: আমার আমি
কলমে: অকবি
তারিখ: ২৭-১২-২০২২

আজ যখন সূর্য অস্তাচলে দিগন্ত পুরোহিত
সিঁদুর পড়াচ্ছে আকাশের গায়ে এই সন্ধ্যায়-
সমস্ত বাধা নিষেধের বেড়া টপকে,রাগ অভিমান
সব উপেক্ষা করে তোমার সামনে এসে দাঁড়ালাম
তোমার চেনা জানা, আমাকে যদি না চিনতে পারো –
আমার কথা বলা,চোখের চাহুনি,বোকা বোকা হাসি,
যদি অচেনা মনে হয় তোমার,
তবে স্পর্শে আমাকে চিনতে পারো তুমি –
আসবে কি আমার কাছে, আঁকড়ে ধরবে কি!
এইভাবেই আরো একবার চেষ্টা করি বাঁচার!

এ কেমন প্রেম হলো বলতো- কাউকে ভালোবাসতে গেলে, কেন এত কষ্ট,এতো একাকিত্ব এত আলোড়নে,
কেন উথাল পাতাল হৃদয়ের সব অনুভূতির?
জানি কিছু কথা বুঝে নিতে হয় যা থাকে মনের গহীনে, বোঝা যায় অনেক কথাই যা অনুচ্চারিত!
কিছু যন্ত্রনা থাকে যা দেখা যায় না বুঝে নিতে হয়!

আজ অন্ধকার না চাঁদের আলোতে রাত জানা নেই !
শুধু জানি মনে বসন্ত, জানি আমার ভালোবাসাকে!
আমি তোমার সামনাসামনি দাঁড়িয়ে আজ
দেখছি দুই চোখ ভোরে শুধু তোমাকেই
দেখছি তোমাকে আনন্দের মত করে,
আমার অবাধ্যতার মত করে, ইচ্ছের মত করে
আমার স্পর্ধার মত করে, দুঃখের মত করে
আর আমার ভালোবাসার মত করে..
শুধু তোমাকেই দেখছি!
কিন্তু আমি তো আজ এই কুয়াশা মাখা সন্ধ্যায়,
আমার আমিকে দেখাতে এসেছিলাম…
✍️অকবি

—————————————-

#আকাঙ্খা
#শিমলা

অন্তঃকরণের সবটা জুড়ে ইলশেগুঁড়ি বৃষ্টি বিলাস ,
বাগানবিলাসের গোলাপি শরীরে আকাশ নীলের অনুসন্ধিৎসু চোখ,
ভবিতব্যের আলোটা চকচকে হবে এমন চাওয়ারা রোজ ঘোলা জলে স্নান করে শীত শীত অনুভব করে,
অনেক কাল আগে শখ করে লাগিয়ে ছিলাম ঝুমকো লতা সাজার বাসনায়,
হাত, গলায়, কানে জড়িয়ে সলজ্জ চাহনির আবেদন নিয়ে ডুব দেবো কোন অপ্রতিরোধ্য প্রেমিকের লোমশ বুকে,
এখনো আঙিনায় ফুটে আছে নির্লিপ্ত চোখে ডুবতে না পারার হাহাকার নিয়ে।
এভাবেই জেগে থাকে আবেগ, বিলাসী অসুখ ক্রমাগত গাঢ় হতে থাকে,
গাঢ় হতে থাকে যৌবনের ঢলোঢলো আলো,
ডুবতে থাকে গোধূলির কনে দেখা আলো মাড়িয়ে সূর্য,
আর চাঁদটা তখন নেমে আসে তুলসীতলার প্রদীপের কাছে আজন্মকালের ভালোবাসা হয়ে,
রোজ জ্বলবে বলে।

——————————————–

তাৎক্ষণিক প্রেষণা
শ্যামল চন্দ্র ভাওয়াল
(তা-২৭/১২/২২)

তুমি যদি ভেঙে পড়ো
আমার হবে কি?
পলে পলে কল্পনা করে
আবেশে মুগ্ধ থাকি।

তুমি যদি হতাশ হয়ে
ছন্নছাড়া হও,
তাপে দগ্ধ সময় তরী
হেলেদুলে বয়।

বেহাল হবে স্বপ্ন আশা
গুণ টানা তরী,
দিগ্বিদিক ভেসে বেড়াবে
দিকভ্রান্ত মাঝী।

জোয়ার ভাটা নদীর খেলা
তোমার-আমার নয়,
ধৈর্য ধরো লক্ষ্যে থাকো
তবেই হবে জয়।

আশা নিয়ে বসে থাকো
আমিও থাকি সাথে,
মনের মাঝে কতো স্বপ্ন
মনের মতো আঁকো।

(বদরপুর
কুমিল্লা
সন্ধ্যা -৭ টা)

Powered by themekiller.com