Breaking News
Home / Breaking News / শব্দনগরের ভারপ্রাপ্ত সম্পাদিকা কবি সারমিন জাহান মিতুর কবিতা ” শেষ মিছিলে”

শব্দনগরের ভারপ্রাপ্ত সম্পাদিকা কবি সারমিন জাহান মিতুর কবিতা ” শেষ মিছিলে”

শেষ মিছিলে

সারমিন জাহান মিতু

২৮-১২-২০২২

একদিন শেষ মিছিলে এসো তুমি,

নিদারুণ খড়া শেষে পোড়া মনের গল্প শুনতে।

আমার আর মিছিলে যাবার সময় হয়না,

ধুঁকছি সংসার নামের মরা অসুখে।

কড়ায়-গণ্ডায় হিসেব কষছি,
খুনসুটি আর মশলাদের ঝাঁঝালো গন্ধের।

জীবন বুঝি এমন করে বদলে যায়,

নারী সুলভ আচরণে
দস্যি মেয়ে ঘরকুনো অন্ধকারের সাধক হয়।

আমি এখন বাঙালি সেই আটপ্রৌঢ়ে
মা- মাসিদের জীবন নিয়ে মহাব্যস্ত রানীর মতো,

রাজত্বটা শোষণ করে বেশ বহালে দাপিয়ে চলি।

দেশটা এখন কেমন আছে -থাকুক তেমন,

ঘুম জড়ানো চোখে আমার
দেশ বিদেশের খবর নেবার হয়না সময়।

শুনেছিলাম তুমি এখন মস্ত নেতা,

রঙবেরঙের গাড়ি নিয়ে
বক্তৃতাতে মাতিয়ে রাখো আমজনতা।

আবার যখন যুদ্ধ হবে -মনুষ্যত্বের বোবা কষ্টের,

আমাকে সঙ্গে রেখো
শেষ মিছিলে গল্প হবে
তোমার আমার কষ্ট নিয়ে।

Powered by themekiller.com