Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

শিরোনামঃ সহজ পথ
কলমেঃ মোঃ আনোয়ার হোসেন
তারিখঃ ২৭ ডিসেম্বর ২০২২

হারিয়ে যাওয়ার জন্য আসিনি
জীবনে অনেক পাওয়ার আশা করিনি।
যা কিছু পেয়েছি তাওতো আমার নয়
আমার যা কিছু সবই তোমার হায়।
অনেক নিয়েছি কিছুই দিতে পারিনি
না পারার বেদনা আছে সরাতে পারিনি।
সব কিছু শেষ হবে অবেশেষ রাখতে পারিনি
এ আমার অক্ষমতা, আমার ব্যর্থতা ঢাকতে পারিনি।
সময়ের আগেই চলে গেছে অনেক সময়
ভাবিতে ভাবিতে আমি হয়ে পড়ি অসহায়।
নিত্যদিনের নিত্য কর্ম করি যতো অপকর্ম
তোমার তরে নিয়ে যাবো কি সঞ্চিত কর্ম ধর্ম!
যা কিছু সত্য তাই দাও আমারে ন্যায়ের পথে যাবো
অসহায়ের সহায় হবার ক্ষমতা আমি হবো।
সোজা পথে পরিচালিত করো হে দয়াময়
যে পথে গেলে থাকবে না হারিয়ে যাবার ভয়।


——————————————–
বিভাগ – কবিতা
শিরোনাম – তবু রাখি আশা
মাত্রাবৃত্ত ত্রিপদী ছন্দ
৬+৬/৬+২
নূপুর আঢ‍্য
২৬/১২/২০২২

দাও যন্ত্রণা করে প্রতারণা
হৃদয়ে ঝরাও খুন,
সইতে পারি না কি হবে জানি না
কাটা ঘায়ে দাও নুন।

কত ছিলো আশা ছিলো ভালোবাসা
ধীরে ধীরে হয় শেষ,
তোমার ছলনা স্বস্তি দিল না
অবিরত দেয় ক্লেশ।

হয়েছি নীরব মূক কলরব
ভাষাহীন আজ প্রাণ,
থেমে গেছে গান লাগে সব ম্লান
নেই জীবনের টান।

তবু আশা রাখি খাঁচা ভাঙা পাখি
আসবে আবার ফিরে,
উঠবে অরুণ রাত করে খুন
থাকবে না বোঝা শিরে।

আমরা দুজনে ভাসবো স্বপনে
অনুরাগে ভরে মন,
চলবো এগিয়ে ভ্রান্তি সরিয়ে
প্রতিদিন প্রতি ক্ষণ।

——————————————–
শরম

যেতে পারি আজ চল যাই চলে
ঝর্না যেখানে বয়-
পাহাড়ের বুকে আঁধারি রাতে
গা ছমছমে ভয়।

যেতে পারি আজ চল যাই চলে
রাতের সাগর তীরে-
পাখিগুলো সব ঘুমের দেশে
কাটায় যখন নীড়ে।

লোকালয় ছেড়ে পাহাড়ের বুকে
রোমাঞ্চ ভরা মনে-
জ্বালাতেই পারি মিলনের বাতি
নিবিড় আলিঙ্গনে।

মনে যেন থাকে রোমহষর্ক ভ্রমণের মাঝপথে
যদি আসে ঝড় উথাল-পাতাল প্রবল জলোচ্ছ্বাসে-
যেতে পারি চলে মিলনের ক্ষণে
আদুল গায়ে ভেসে।

ছোট-বড় ছেলে পরদিন ভোরে
নিথর সে দেহ দেখে-
গল্প বানাবে, গল্প শোনাবে
রংচং দেবে মেখে।

যাই যদি বেঁচে শুধু কোনমতে
দুর্যোগ ভরা রাতে-
তাকাবো কেমনে উলঙ্গ এ দেহে
শিশুর চোখে প্রাতে।
@শ্রীসেন

——————————————–
কবিতা: তুমি সত্যিকারের ব্যর্থ
কলমে — আঁখি রানা
তাং ২৬.১২.২০২২ ইং

আবেগের বেড়াজালে তোমায়
বাঁধিতে চাইবো না আমি,
তুমি বন্ধু স্বাধীন এবার
আমি না হয় হলেম বেনামী।

দিলেম ছুটি তোমায় আমি
বেড়াও তুমি ঘুরে,
হৃদয়টা মোর যাবে না হয়
সবটুকু পুড়ে।

তোমার চোখে ছিলেম না ভালো
ছিলো আমার নানান রকম ভুল,
তাইতো তুমি ছিঁড়ে ফেলে দিলে
ভেবে মোরে পোকায় কাঁটা ফুল।

পূজার থালায় জুটলো না মোর
একটুখানি আশ্রয়,
কত সহজেই বলে দিলে
আমার সবই ছিল অভিনয়।

দেখলে না তুমি একবার ফিরে
হৃদয়ের গহীনে রক্তের বরিষণ,
খুব সহজেই ভেঙ্গে দিলে
অনেক যত্নে গড়া মন।

আমার আমিকে চিনলাম না আমি
তুমি ঠিকই চিনে নিলে,
ভেবে বিষাদের হাসি আসে
কত সহজে বিদায় বলে গেলে।

প্রিয়া তুমি সুখে থাকো
করি কামনা,
আমার ঠিকই দিন চলে যাবে
তুমি ভেবো না।

তবে তুমি জেনে রাখো
চলে গেছো তুমি ঠকিনি আমি,
কত ভালোবাসি তোমায়
শুধু জানে মোর অন্তর্যামী।

লাভ ক্ষতিতে করি না হিসাব
পরিমাপ করে অর্থ,
আমার না হয় হৃদয় পুড়েছে
তবে তুমি সত্যিকারের ব্যর্থ।

পিয়ামবিনো, লিভর্নো, ইতালি

——————————————–
আয়ু
এস.এম রফিক টিপু
২৬.১২.২২

এক মুঠো রোদ্দুর উছলে দিয়ে গেলো
বুক বরাবর…

তারপর আমার উত্তপ্ত স্বশরীর
মোমের কাছাকাছি!
জোড়ায় জোড়ায় শুকিয়ে গেছে
তেঁতলানো গ্রিজ,
রানার চলছে তবে থেমে থেমে –
কাঁপা কাঁপা লয়ে।

কী দিয়ে ভিজাবো তপ্ত
ভয় আর উত্তেজনায়
নিজেকে নিজে মেলি লবঙ্গে।

কথা ফুটার আগেই গিলে খায়
আলজিভ,
শুকিয়ে চৌচির ভাষার জমিন
এবারও হলোনা ফলন
লাঙলের ফলায় বেঁধেছে জং!

সব স্বাদ নিলামে ওঠে
কাঁটাতারে মোড়ানো ইচ্ছের ঘর
নিজের চোয়ালে চিবুই
নিজের আয়ু!

——————————————–

প্রেমিক ছাড়া
✍️গৌরী ঘোষ
তারিখ -২৬/১২/২২
**†**********************************
বুকের ভিতর অগুনিত উজ্জ্বল তারা
জোনাকের ধার করা আলো,
চাঁদের অকৃপণ জ্যোৎস্নায়
আজও কেউ বাসেনি ভালো।

গতিহারা নদীর দিশেহারা সুর
সাগরের ঘনে চঞ্চল ঢেউ,
বসন্তের রাঙা পলাশী রঙে
এখনও পথ হাঁটেনি কেউ।

রূপকথা মন স্বপ্ন আঁকে
ফাগুনের কচি পাতা ডালে,
বাতাসে বাতাসে শিহরণ জাগে
মৌমাছির মৌ ভরা পালে।

হিজলের বনে অগণন প্রজাপতি
শ্রাবণে বৃষ্টির আবেগী ধারা,
নীল পাহাড়ের চূড়ায় সাতরঙা ফুল
মন তবুও প্রেমিক ছাড়া।

Powered by themekiller.com