Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

ক্রুশবিদ্ধ বাণী ২৫/১২/২২
সৌমেন

তোমার ক্রুশবিদ্ধ বাণী
কেঁদে ঝরে রক্তের ফোঁটায়।
যদি তা স্পর্শ করে মোদের হৃদয়-
চেতনার দ্বার তখনই খুলে যায়।
বিশ্বাসঘাতকতার নগ্ন প্রচেষ্টায়
বিদ্ধ কোরে তোমাকে ঝোলায়।
ঈশ্বর বেসাতি ধর্মকে রাজধর্মে মিলায়।
হিংসার শব্দ পেরেক ঠোকে
তোমার কপালে হায়!
তবু তুমি বোলে গেলে-
হিংসা নয়,ক্ষমা করো।
পৃথিবীটা ভোরে তোলো
অমর ভালোবাসায়।
পৃথিবীটা ভোরে তোলো
অমর ভালোবাসায়।

——————————————–

” ড্যানিয়েলা’দের ক্রিসমাস ”
সুলতানা রাজিয়া আছমা
তাং -২৫-১২-২০২২ইং
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
আজকে বড়দিন মহা-আনন্দের দিন
খ্রিস্টান ধর্মীয় বন্ধুদের পবিত্র একটি দিন ।
সবাই আনন্দ উৎসবে মেতে উঠবে
তুমি আসো এই উৎসবে আমার দেশে বেড়াতে ।

আমার বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা
হাতছানি দিয়ে ডাকে আয়রে বন্ধু দেখতে আয় ।
নদীর বুকে পালতোলা নৌকা যাবে তরতরিয়ে
সুজন মাঝি বৈঠা চালায় ভাটিয়ালি গান গেয়ে ।

এসো বন্ধু ,
আমার দেশে আমার জল জ্যোস্নার শহরে
তোমায় হাওড়ের বুকে জল জ্যোস্নার নাচন দেখাবো
জলপরিরা নিত্য কেমন জলের সাথে যুদ্ধ করে দেখবে !
দেখতে এসো বিশ্বায়নের বিরূপে আমরা কেমন মরি!

এসো বন্ধু,
হাসন-করিম-রাধারমণ-লালন শুনে মাতোয়ারা হবে
গানের শহর কবিতার মায়াজালের শহরে ছন্দ পাবে
হিজল করচ বনে বেগুনি সময়ের দোলা দেখবে
যাদুকাটা নীলাদ্রির নীল জলে প্রশান্তিতে মন ডুবাবে ।

এসো বন্ধু, নিজের চোখে দেখবে
সরিষা ফুলের চোখ ধাঁধানো হলুদ রূপ
কালো ভ্রমর হলুদ সরিষায় নেচে নেচে দোল খায়
তিষি ফুলের নীলে প্রকৃতি কেমন নীলপরী সাজে
বকুলের মালা গলায় পড়বে, হাস্নাহেনার গন্ধ বিভোর রবে ।

এসো বন্ধু,
তোমাকে হাওর নদীর টাটকা মাছ,পদ্মার ইলিশ
শীতের সবজি,দেশীয় ফল, সুগন্ধি চালের ভাত, বিন্নি চালের কড়ইপিঠা,নানান জাতের বাহারি পিঠা ,পায়েস, হালুয়া , গরুর খাঁটি দুধ, গাওয়া ঘি আরো কত কিছু খাওয়াবো!

তুমি নিজ চোখে দেখতে আসো ,আমার শ্যামলী মা বাংলার অপরূপ সৌন্দর্য !
সহজ সরল মানুষের ভালোবাসা পেতে
এসো আমার সবুজ বাংলাদেশে।
———-সমাপ্ত———-
সুনামগঞ্জ -সিলেট -বাংলাদেশ ।
রচনাকাল-১০-১২-২০২২ইং

——————————————–

বিষয় – কবিতা
শিরোনাম- সেই ২৫ শে ডিসেম্বর
কলমে – হায়দার
———–

আজকের দিনটা এলেই
ফিরে যেতে ইচ্ছে করে সেই ছোটো বেলায়।
ঘুুড়ি ওড়ানো মাঠ
আর ক্রিকেট খেলায়॥
ফিরে যেতে ইচ্ছে করে
ওই রঙিন ক্যানভাসে।
রঙ বেরঙের ঘুড়ির মাঝে,
ওই নীল আকাশে ॥
সকালে ঘুম থেকে উঠেই
মাঠে ভিড় করা।
ব্যাট বল হাতে নিয়ে
ছুটোছুটি আর ছয় চার মারা॥
যা হয় না রোজ রোজ
মনে পড়ে দুপুরের সেই ভুঁড়িভোজ।
আজ সেই ২৫ শে ডিসেম্বর,
যা আসে না রোজ রোজ॥
ফিরিয়ে নিয়ে গেলো আমায়
আবার সেই শৈশবে।
শত ক্রন্দনে ও যা ফিরবে না আর,
স্মৃতি হয়ে শুধু হৃদমাঝারেই রবে॥

*** হায়দার ***

——————————————–
আমাদের যীশু ।।
——————-
# নিখিল বিশ্বাস ।। ২৫.১২.২০২২.

ইদানিং ঘুম আসছে না আমার,
আকাশে যুদ্ধ বিমান,
জলে স্থলে মানুষের হানাহানি,
বাতাসে মরণ ভাসে,
নিশ্বাসে প্রশ্বাসে সন্দেহের বীজ ।

কাগজের নৌকোর মতন ,ভেসে চলে
জীবনের আয়ু,
তুলোর মতন উড়ে যায় স্বপ্ন, হাওয়ার দাপটে ।

প্রতিবেশীরা আর প্রতিবেশী নয়,
বন্ধুত্বের কাঁধে হাতের বদলে
আঙুলের সুড়সুড়ি,
স্বার্থের চোরা স্রোত,
দুরের বন্ধুরা আপন হয়েছে,
কাছের বন্ধুরা পর ।

অলিতে গলিতে অসংখ্য ঘরবাড়ি,
মানুষ দেখিনা,
সবাই তাকিয়ে থাকে, শ্বাপদের চোখ ।

চারদিকে গভীর অন্ধকার
তবু আমি অপেক্ষায় থাকি ,
একদিন তিনি আসবেন সেই আলো নিয়ে,
মানুষ দেখবে পথ,
বাতাস নির্মল হবে, মানুষ দাঁড়াবে
মানুষের পাশে।

একদিন সব ঠিক হয়ে যাবে,
একদিন তিনি আসবেন,প্রভু যীশু,
আমাদের যীশু।।

©️ নিখিল বিশ্বাস ।।


——————————————–

তোমায় দিলাম ছুটি ~~~~~~~~~~
~~~~~ কামরুল ইসলাম

প্রিয়, আজ রাতে তোমায়দিলাম ছুটি ~
শহর জুড়ে ঘুমিয়ে থেকো, বন্ধ নয়ন দুটি ~
মন জুড়ানো, প্রাণ হারানো, কথা মালা থাক ~
কুয়াশা ঘেরা চাঁদটা আজ, যাক ডুবে যাক ~

শিউলী গুলো পড়ুক ঝরে, ভোরের আলোর মুখে ~
প্রভাত বেলা স্বপ্ন কুড়াবো, অন্য রকম সুখে ~
একটি রাত কাটিয়ে দাও আজ, শীতল প্রেমের ঘুমে ~
হিম বাতাসে হাছনার ঘ্রাণ , স্বপ্নে যাবে চুমে ~
আমি না হয়, মেঘ গুনে গুনে, রাত্রি দিবো পাড়ি ~
জোনাক পোঁকার আলো দেখবো, অন্ধকারে সারি সারি ~
ভোরের আলোয় ঘুম ভাঙে যদি, দেখবে আমি জেগে ~
ভালবাসার অষ্ঠপ্রহর, সাজিয়েছি পুস্পরাগে ।।।

রচনা কাল ঃ ২৫/১২/১৯
ঢাকা ।


——————————————–

বড়দিন
এস কে বিশ্বাস
তারিখ ২৫-১২-২০২২

বড়দিনে সাজাই সবে
বাড়ি,শহর,নগর,
ধনী গরীব বিভেদ ভুলে
পুত করে অন্তর।

প্রভুর নিকট করজোড়ে
বাহু সবাই তুলে,
স্যান্টাদাদাও নেচে সবার
দুঃখ দিবে ভুলে।

প্রভু যীশুর আবির্ভাব হয়
এই’না ধরাধামে,
দুঃখী জনে সুখ দাও প্রভু
সকল পাপে ক্ষমে।

গীর্জাতে সব প্রভুর নিকট
হৃদয় উজাড় করে,
বিশ্ব ধরায় খ্রিষ্টীওরা আজ
মিলছে সেবার তরে।

——————————————–

Powered by themekiller.com