Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

**** নিষিক্ত বেদনা ******
ইব্রাহিম সেখ,রাজারামপুর, মুর্শিদাবাদ (পঃব)
************************************
শূন্য হৃদয় প্রান্তরে ঝাঁঝাঁ রৌদ্রের বুক চিরে–
স্বপ্নের শঙ্খ চিল উড়ে যায় কোন সূদুরে!
নোনতা ঘামের চিড় চিড়ে জ্বালা দুটি চোখে,
পৃথিবীর মানচিত্র ঝাপসা দেখায়—
রক্তের তরঙ্গে ভেসে উঠে স্বপ্নের শবদেহ!
ঝড়া পাতার ফসিল খুঁজতে খুঁজতে —
কখন বেলা শেষ,ব্যর্থতার আবডালে –
শকুনির দৃষ্টি, পিছনে ফেরার নেই আবকাশ।
আঁধারের পর্দা খুলে দেখো বন্ধু, কেউবা আছে
দাঁড়িয়ে পথের ধারে,হয়তো আসবে কাছে–
আরো কতো যন্ত্রণায় জ্বলবে চিতার বহ্নি!

আবার মেঠো পথে ইঁদুরের সাথে কথা হবে,
মনে পড়ে যাবে কচি ধান গাছ, শাপলা ফুল,
সাথী হারা পাখি গুলো উড়ে গেছে,আর কি আসবে!
সেই ডাগর আঁখি, চুলের বিউনি, নুপুরের ধ্বনি
এখনো মনে পড়ে,অন্তিমের সিঁড়ি ভাঙা ঘাটে!
মানসপটে এখনো আঁকা আছে কিশোরী সূর্যমুখি–
বসন্তের বিরহী বার্তা, আবিরের ছিঁটেফোঁটা ।
বরষার বেলাভূমিতে সেই যে কাদা ছুড়াছুড়ি
আজ সব নিষিক্ত বেদনা, ভগ্ন কাঁচের চুড়ি!

রচনাকাল (৭ ই পৌষ ১৪২৯ সাল)
——————————————–
. সুখের ঘর
****/****
বনানী সিনহা
*****//*****

বন্ধু তোরে কল কইরাই যাই
ওপাশ থাইক্ক্যা ধরার খবর নাই।
আমার জ্বালা ক্যান যে বোঝনা?
ক্যামনে বোঝাই ও পাখি ময়না।

ম্যাসেজ দিলেও অ্যানছার করোস না,
এমন কষ্ট আর তো সয় না।
মনডা কয় উইড়্যা যাই তোর কাছে
লোকে আমায় যাই বলুক পাছে।

নাকি তুই আমারে ভুল্ল্যা গ্যাছোস
কোন কামে যে ব্যস্ত থাকোস।
ইচ্ছা করে কল্জায় ভইরা রাখি
পারবি না যে দিতে তুই ফাঁকি।

” বাহির থাইক্ক্যা ডাইকো নাকো
অন্তরে ডাইক্কা বইয়া থাকো ”
কবি গুরু ক্যামনে যে বইলা গেলো
ভাবতেই হইয়া যায় এলোমেলো।

ক্যামনে যে কি করুম ?
তোরে না পাইলে হয়তো মরুম।
চল দুইজনে বান্ধি সুখের ঘর
হইবো না যে কোন দিনও পর।
***************
রচিত-২২শে ডিসেম্বর ২০২২ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
——————————————–

অভিযোগ
✍️ অভিজিৎ কর্মকার
তারিখ: ২২/১২/২০২২
————
এতো যে তোমার ফুল ফলেতে রূপের বাহার
এতো যে সৃষ্টি সংসারেতে স্বাদের আহার
তাও যে জীবন সন্ধান করে খাবার আঁস্তাকুড়।
ধুঁকছে ক্লান্ত মনুষ্যত্ব নেশায় অধিক চুর।

শহর জুড়ে মধুর চাকে অনন্ত অভিলাষ
সেই শহরে দুর্বিপাকে জীবন নিথর লাশ।

তোমার কবি কিসের খোঁজে ব্যস্ত চিলেকোটায়
ভোর হতে আজ হচ্ছে দেরী নাই যে কারো দায়।

কলম কি আর উঠবে জেগে পার করে পোষ-মাঘ
মুছবে কি আর মলিন যতো জীবন খাতায় দাগ।

পাথর হয়ে রয়েছ কেমন সকল নকল মন্দিরে
বধির রয়ে হয়েছ কেমন দখল জগৎ মাঝারে।
——————————————-

কবিতাঃ গাণ্ডিব
কলমেঃ সাধন কুন্ডু
তাং ২৩,১২,২০২২
******************************
আকাশে উড়ছে শকুনের দল
ছন্দ হারিয়ে মৃদঙ্গ হয়েছে উন্মাদ,
বিভীষিকার চরম মননে গান্ধার শকুনির কল্পনার নির্মম অভিলাষ।
স্তব্ধ গ্রহ, স্তব্ধ নক্ষত্র
কক্ষপথ ভুলে অদৃশ্য শংকায় মেঘের আড়ালে লুকিয়েছে মুখ
আপন আলোয় উর্বরিত হচ্ছে না আর–
এই ধরিত্রীর বুক
গাইছে না কেউ মানবতার গান,
অসহ্য যন্ত্রণায় গুমরে কাঁদছে আলমারির ড্রয়ারে
স্বার্থের বলি খেলায় শুধুই চলছে – টান..টান।
দূর..বহুদূর.. সাগর.. মহাসাগর..
দুর্গম গিরিপথ বয়ে — ধেয়ে আসছে

দাম্ভিক কুরুপতি দুর্যোধনের — হুংকার,
বাতাসে ঝাঁঝালো গন্ধ
মরুপ্রান্তর জুরে ছোপ ছোপ
রক্তের দাগ,
দিকভ্রান্ত পথিক ছুটছে এদিক সেদিক
নোনা জলে উঠছে ভেসে
অবুঝ শিশুর পচিত গলিত লাশ।
গাণ্ডিব হাতে, আসবে কি অর্জুন
আকাশ বাতাস প্রকম্পিত করে —
বলবে কি দেবদত্ত — আর নই কুরুক্ষেত্র
স্তব্ধ হোক এবার জীবন্ত দগ্ধ —
হিরোশিমার সর্বনাশ।।।
——————————————–
বিভাগঃ কবিতা
শিরোনামঃ এতটুকু বাসনা
কলমেঃ মো. ফজলুল হক খান কামাল
২৩.১২.২০২২

পৃথিবী যদি ডাকতে আমায় শুধু একবার!
নতুন করে তোর নামে শপথ নিয়ে
মনের মত কাব্য লিখে মুগ্ধ চিত্তে
বেদনার বালুচরে বেড়াতাম আবার।
দক্ষিণের দুয়ারে লাগে না এতটুকু বাতাস,
উত্তরের ঘরে নিত্য চলছে দীর্ঘশ্বাস।
অজানা নয় তোর কঠোরতা
তবুও আনমনে অনুভব করি হারানো সরলতা।
একবারও যদি দুয়ারে আমার দিতে
এতটুকু প্রীতির ঝাঁকুনি,
সুবর্ণ জয়ন্তী পেরিয়ে গেলেও
মনে হতো তারুণ্য দীপ্ত রজত জয়ন্তী!!

বহুদিন পর বিনিময় হলো একটি ছোট্ট বাক্য
তথাপি অচেনার ছায়ায় বন্দী করলে
নিঠুর পাখি প্রশ্ন করে অবান্তর।
প্রতিশ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে
কিন্তু পাগল মনের খোরাক দিতে
আসবে কি তুই এই কারবালাতে?
যদি নাইবা করিস কৃপা একরত্তি,
আজীবনের জন্য ঢেকে রাখ সম্পত্তি।।
——————————————–

বন্য গোলাপ

এস,এম,নজরুল ইসলাম
তারিখ – ২৩/১২/২২ ইং

বন্য গোলাপ বনের বনিক
ফুলের রানী,
মধুপ অলি প্রজাতির
মনের রানী ।
মৌটুসিদের গোপন প্রিয়া
কাঁদায় হিয়া,
পরাণ জুড়ায় লম্বা ঠোঁটে
চুমুক দিয়া ।
নীল ভোমরা গুণগুণিয়ে
মন ভাঙায়,
বনের পাখি গান শুনিয়ে
মন রাঙায় ।

স্বাদে গন্ধে অতুল বলে
মধুপ ভোমরা,
বনের কাছে আসলে হবে
পাগল তোমরা ।
সুন্দর হয়ে ফুটলে যবে
বনের কিনারায়-
মন কাড়া সুরভি তোমার
বাতাসে ছড়ায় ।
রূপে গুণে অতুল হলে
কদর করে সবে,
জন্ম হোক যেখানেই
কর্মে বড় হবে ।

(কবি স্বত্ব সংরক্ষিত)
——————————————–

Powered by themekiller.com