Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

# # # ভালোবাসার আকাশ # # #
সন্দীপ চট্টোপাধ্যায়-
২০/১২/২০২০

তুমি তো ভালোবাসার আকাশ
তোমার সীমাহীন রঙিন জোছনার সমুদ্রে
আকন্ঠ স্নান করতে করতে
কখন যেন ডুবে গেছি ।
জান ‘ বিভা ‘- –
আজ আর কেউ
জল পরী দের গল্প বলে না
কেউ কাছে ডাকে না
কেউ আদর কোরে বলে না – –
‘ বড্ড রোগা হয়ে গেছ
প্রেসারের ওষুধ টা খাও তো ঠিক মতো’।

জান তো সে দিন এক
সোনালী বিকেলের রোদে
সোনাঝুরি গাছের ফাঁকে
অবিকল তোমার মতো কোনো এক
সোঁদালী মাটির দিকে তাকিয়ে তাকিয়ে
যে রূপকথার রূপকের রাজা
সাজিয়ে ছিল আমায় ;
আমায় সোহাগী হাতে তুলে
দিয়েছিল হাসনুহানা ।
ঠিক যেন তোমারই মতো
আদর করে নরম বালিশে
ঘুম পাড়ানি গান শুনিয়ে ছিল
সে দিন আকাশ ছিল অনেক অনেক বড়
জোনাকি র আলো ছড়িয়ে ছিটিয়ে
ছিল আজানুলম্বিত রেশমী চুলে ।
মুখোমুখি সব অভিমান মিলিয়ে দিতে
একটা জীবন্ত রাত সৃষ্টি হয়েছিল সেদিন – –
জান বিভা
ঠিক তখনই মনে হলো
তোমার জন্য আর একটি গল্প লিখতে
আর একটি পৃথিবী বানিয়ে
কোনো এক অজানা দ্বীপে বাসর সাজাতে
সানাই এর ভৈরবী আলাপে মাতাল
হ’য়ে তোমার ডাগর চোখে হারিয়ে যেতে যেতে
নতুন এক ভোরের আশায় তোমার রঙিন জোছনার সমুদ্রে ভেসে যেতে । ।
——————————————–
কবিতা-:ফিরবে না আর
কলমে-:মমতা শঙ্কর সিনহা(পালধী)
তারিখ-:২০/১২/২০২২

জানি যারা গেছে তারা ফিরবে না আর—-
জীবনে যে সুখগুলো বড়ই ক্ষণস্থায়ী,
তবুও মন—সে যে সুখের পিয়াসী বরাবরই।।।।।
মনের ভিতর উঠেছে কালবৈশাখীর দাপট,
সবকিছুই একলহমায় করে চলেছে বেসামাল,
কোনকিছু যে আজ আর স্থায়ী নয়—
মনের বাগিচায় ফুটন্ত গোলাপ যেনো বেদনায় মুর্ছিত আজ।।।
তুমি আমি বাঁধতে চেয়েছিলাম সুখের নীড়,
স্বপ্ন দেখেছিলাম পারিজাত কাননের ন্যায় সুসজ্জিত সংসারের—-

কিন্তু বাস্তব যে বড়ই জটিল, নির্মম—- স্বপ্ন আজ থেকে গেলো অধরাই। ।।।।
ভালোবাসা ঝরে গেলো চোখের জল হয়ে—-
জানি না এ জটিল সমাজ সংসারের কুশিলবদের কি হবে শেষ পরিণতি????
বন্ধু কি বোকার মত—উদ্ভ্রান্তের মত কথা বলে চলেছি আজ আমি—
শেষ পরিণতি তো একটাই—-মৃত্যু,মৃত্যু আর মৃত্যু।।।।।।
——————————————-

বিজয় সোপান
জাহীদ হোসেন
(তারিখঃ ২০/১২/২০২২)

সকল সত্যের মাঝে ভালোবাসা বাস করে!
সকল ত্যাগের মাঝে ভালোবাসা বাস করে!
সকল শান্তির মাঝে ভালোবাসা বাস করে!
আর ঈশ্বর ও ভালোবাসা কাছাকাছি থাকে!

আমি কবিতার প্রেমিক, কবিতা ভালোবাসি
আমার কবিতার বাস ঈশ্বরের কাছাকাছি।
আমি নির্মোহ সত্য-শান্তির এক শব্দসৈনিক
ভালোবাসার পতাকায় নিজেকে জড়িয়ে রাখি।

ভালোবাসার কাছে আমার সকল বিসর্জন
আমার বিত্ত, অহংকার, পরিশীলিত যৌবন,
ভালোবাসা আমার অপরিসীম সাহসের নাম
আমার আত্মবিশ্বাস আর আত্মার বাসস্থান।

ভালোবাসার জন্য যতো ত্যাগ, ধ্যান ও জ্ঞান
আমার চাওয়া-পাওয়া, আমার মান-অভিমান,
ভালোবাসা অবিচল, অনমনীয় এই আবেগী মন
অবিশ্বাসের ঊর্ধ্বে ভালোবাসার বিজয় সোপান।
——————————————–

মানবিক মূল্যবোধ
গোলাম মওলা শিকদার
তারিখঃ১৮/১২/২০২২
মনুষ্যত্বের ভাবনা মনুষ্য চেতনা
মানবিক মূল্যবোধ অফুরন্ত প্রবোধ।
অন্যের উপকার অন্তর পরিষ্কার
নিজের ক্ষতি অন্যের গতি
মানবিক রীতিনীতি।

যদিও ক্ষতি বিকিরণ জ্যোতি
স্রষ্টার সুমতি রহমত অতি,
অন্তরে তৃপ্তি স্বর্গীয় সুশান্তি
স্রষ্টার প্রতিশ্রুতি ।
——————————————–
অলীক ইচ্ছা

যে কাছে নেই,
সে কোনদিনই ছিল না
এমন অবান্তর যুক্তি,
হৃদয়কে হয়ত শোনানো যায়।
কিন্তু, যে পাশে থেকেও
আলোকবর্ষ দূরে সরে যাচ্ছে,
সেই ব্যবধান হৃদয় সামাল দেয় কিভাবে?

যে অরণ্যভূমিতে আজ মেঘহীন আকাশ,
সেখানে তপ্ত, চাতক ,মরুভূমি সম মাটিকে,
বৃষ্টি না হওয়ার কারণ ব্যাখ্যা করা যায়।
বৃষ্টি আসবে একদিন, স্বপ্ন দেখা যায়।
তাতে মৃত্যুর দিকে ঢলে পড়া সবুজরা,
ক্ষণিকের জন্য অন্তত বেঁচে ওঠে।
কিন্তু,যে সবুজ ভূমিতে,
মেঘ ভাঙ্গা বৃষ্টি, সবকিছু তছনছ করে দেয়,
তার দুঃখ-কষ্ট কেউ আর বোঝে কি?

এক উত্তাল সমুদ্রে,
এক দিকভ্রষ্ট নবীন নাবিক হারিয়ে যেতে পারে।
কিন্তু, তোমার চোখের শান্ত সাগরে,
আমার মতন এত সজাগ সাঁতারু,
ডুবে যায় কি করে?
মরে ,বেঁচে থাকে তোমার হৃদয়ের গহ্বরে।
নিবিড় অন্ধকারে।
একলা অপেক্ষায়,
আসবে ফিরে,
অলীক ইচ্ছায়।
——————————————–

ফেলে আসা অতীত ( গদ্যছন্দ )
____ এম এইচ মানিক
_______ 20/12/22

নিয়ম করে রাত নামে ধরণীতে ,
তারা গুলো এখনো জ্বলে নিভে ,শুধু দুচোখে
ঘুম নামে না আগের মত ।

সকাল হয় সূর্য উঁকি দেয় পুর্ব গগনে
শুধু সকালটা দেখা হয়না __সকাল কেটে যায় ঘুমোঘোরে ।

এখনো বিকেল হয় , হৈ হুল্লোড়ে মেতে ওঠে
দস্যি ছেলের দল ,শুধু আমি বদলে গেছি ___ কালের স্রোতে হারিয়ে গেছে আমার ছেলেবেলা ।

এখনো সন্ধ্যা নামে, এখনো জোনাকির মেলা বসে ঝোপঝাড়ে বনে ____ শুধু মুঠোয় মুঠোয়
কাঁচের বোতলে ভরে চেঁচামেচি করার সময় টুকু অথবা ইচ্ছেটুকু আর নেই ।

এখন আর দলবেঁধে উঠোনে বসে না গল্পের আসর__ কারণ গল্প বলার সেই দাদুটা আর নেই ।
হারিয়ে গেছে সব সময়ের স্রোতে __স্মৃতি টুকু শুধু
রেখে গেছে ।

আজ বেলা শেষে দুই চোখ মুছে দাঁড়িয়ে আছি গোধূলির রক্তিম আকাশের মুখোমুখি ।
অতীতের তীর হতে খুঁজে আনি স্মৃতি কিছু ;
ফেলে আসা অতীত __ আমায় শুধু ডাকে পিছু ।

______________
_____© গদ্যছন্দে

Powered by themekiller.com