Breaking News
Home / Breaking News / অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা “খোঁজা “

অনবদ্য কবি সারমিন জাহান মিতুর কবিতা “খোঁজা “

খোঁজা

সারমিন জাহান মিতু

১৩-১২-২০২২

আমাতে আমি আর আমাকে খুঁজে পাইনা,

আয়নায় অবয়ব টুকু দেখে চমকে উঠি।

জীবন জটিল সমীকরণ মেলানোর চেষ্টায় ব্যর্থ এ মুখ,

তবে কি এই আমিটা বদলে যাওয়া অন্য কেউ।

শিশু থেকে বয়োজ্যেষ্ঠ কাল শরীর গঠন হতে মন সবটুকু বদলে গেছে আজ,

মেলাতে পারিনা আমার আমি কে।

জানালার ওপাশে নিস্তব্ধ মহাকাল জুড়ে রাত – পাথর খন্ডের মতো চেয়ে থাকা চাঁদ,

পৃথিবীর কাছে অবান্তর তথ্য এখন জীবনের ইতিকথা – হয়তো আমারই মতো।

জীবন আসলে কি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পরে আছি
মৃত্যুর সন্নিকটে,

কিন্তু জীবন খুঁজে পেলাম না – যেমন করে আমাকে হারিয়ে ফেলেছি আমারই অজান্তে।

হাজার মানুষের মাঝে মৃণ্ময় একাকিত্বের মিছিলে আমি
আমাকে খুঁজে চলি,

আমাকে ফিরিয়ে দাও আমার শৈশব- কৈশোর -।যৌবনের উচ্ছলতা।

কিন্তু ফিরে তো আসে না বিগত ছকে বদ্ধ জীবন,

তবুও খড়খড়ে শূন্য হৃদয় বেঁচে আছে অতৃপ্ত রসনার খোঁজে।

Powered by themekiller.com