Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

প্রশ্ন (?)
– রাইনা রহমান

অনেক অনেক বছর পরে
যদি ঘুম ভেঙে যায় হঠাৎ মাঝরাতে,
রাত জেগে যে গল্প বলা রাখবে কি আর সেসব মনে?
নাকি ভুলেই যাবে নিত্য দিনের হাজার খানেক কাজের চাপে,
আর সাজিয়ে রাখা মিথ্যে যতো বাহানাতে!

বড্ড জানতে ইচ্ছে করে,
ঘুম না এলে এখনও কি আমায় মনে পরে?
জল খেয়ে ঠিক আগের মতোই পাশ ফিরে শোও?
জড়িয়ে ধরো কারে?

পাশ বালিশে জমিয়ে রাখা শত অভিযোগ,
কে শোনে আর রোজ তোমার মিথ্যে অনুযোগ?
এই যে এত এত অভ্যেসেতে মিশে ছিলাম!
কি করে সব পাল্টে নিলে নতুন আদলে?

নতুন ফাঁদে কে দিয়েছে পা?
সে কথা আর জানা হলো না।
তার কাছেও কি সমান ভাবে
মিথ্যের বুলির শব্দ দিয়ে,
আগের মতোই গল্প সাজাও?
সেও কি তোমার কথার ফুলঝুরিতে
মুগ্ধ হয়ে অবাক চোখে তাকায় তোমার পানে?
নাকি খুব সহজেই ধরতে পারে
ছলচাতুরী সাজাও যতো!

ঋতুর সাথে নিজের রূপে বদল আনো আজও?
নতুন নতুন মুখের মাঝে কি সুখ তুমি খোঁজো?
হাজার খানেক প্রশ্ন ঘোরে,
ঘুম হয় না ঠিক রাতে!
সত্যি করে বলতে পারো; নিজের বুকে হাত রেখে
ঠিক কতটা ভুল ছিল তোমায় ভালোবাসার মাঝে?
ঘুম ভাঙলেই প্রশ্ন জাগে মনের কোনে,
এই আমাকে পাল্টে দিয়ে,
নিজেই কেনো বদলে গেলে?
——————————————–
শিরোনামঃঃপ্রতীক্ষায়
কলমেঃঃ সুব্রত সেন
তাং ১২/১২/২০২২

এই মাত্র স্নান সেরেছে আকাশ
ভেজা মেঘের কাপড় সরিয়ে বেরিয়ে আসছে
আলোর আদুল শরীর
নদী কিনারে জমে থাকা বালিয়াড়ি
জলের ক্যানভাসে ছবি এঁকে নিতে চায় নাবিক যুবক
এক কিশোরীর বুক…

মাছরাঙ্গার ডানায় ছায়াময় পড়ন্ত দুপুর
বাড়ির উঠোনে পিঠ এলিয়ে ফ্রক পরা কিশোরী
গুন গুন গান গেয়ে ভেসে যায় প্রজাপতির ডানায়
উঠোনের অনেকটা জায়গা জুড়ে সারি সারি গাছ
শ্রোতা হয়ে শুনছে সবাই ..৷

ওই ভাঙ্গা বাড়ির দেওয়ালের গায়ে
নেমে আসে ফাটলের দাগ
সে দাগের মাঝে মুখ লুকিয়ে নিরবে কেঁদে যায়
ফ্রক পরা মেয়েটি, তার প্রথম দেখা যুবক নাবিকের
ফিরে আসার প্রতীক্ষায় ৷
——————————————–

বর্ণবাতি
–সাহেব মাহমুদ
তাংঃ- ১২/১২/ ২২ ইং

সুক্ষ্ম শব্দের বিমূর্ত বর্ণবাতি জ্বলে সুখদ কাব্যের শৈল্পিক উঠোন।
নেচে উঠে তৃণমূল কবির
চিরসবুজ উলুখাগড়া বন,
যেমন- চলে, জলের উপরে মাছের নাচন।

হালকা করে দেয় বুকে,বাতাস- দীর্ঘশ্বাস,
কুহক রাত্রির কালিমা ভেদ করে জেগে উঠে কোন এক গোলাপি ঠোঁটের সলাজ গোছানো এক ছন্দকেশী প্রিয়তমা।

সে এক নতুন রূপকথার রোমাঞ্চকর সুখ বিনিয়োগ।
——————————————–

কবিতা: নির্বাসিত প্রেম
—জি এম রুহুল আমিন
১২.১২.২০২২

জটিল এক সময়ের ঘূর্ণমান ধারায়
ভাবনাগুলো ভেসে যায় খড়কুটোর মতো
নিশ্চল পাহাড় আমি নিত্য চেয়ে দেখি
দূর আকাশে ছিটকে পড়া উল্কার অপমৃত্যু।

ইচ্ছেগুলো বন্দি বুকের খাঁচায়
আহত পাখির মতো ডানা ঝাপটায়
দিবানিশি নীরব আহাজারি
দীর্ঘশ্বাসে মোড়ানো বেদনার্ত স্বরে।

ভালোবাসা নির্বাসনে অন্য পৃথিবীতে
ছলনার অভিসম্পাতে।

অস্তিত্বের টানাপোড়েন দূষিত বাতাসে
চুমুকে তুলে নেই গরল শুষ্ক ঠোঁটে
নিয়ত ধেয়ে যাই অকালমৃত্যুর টানে
এখন আর বেঁচে থাকার ইচ্ছে নেই তেমন
কলঙ্কিত স্মৃতির বোঝা বয়ে।
জ্বলন্ত দীপশিখা আমি
নির্বাণের সুখ খুঁজি পরম অভিমানে।

স্বপ্নগুলো শরাহত পাখিদের মতো
মৃত্যুর কোরাস গায় শাপান্ত রোদনের সুরে
শুভ্র শেফালি যেমন ঝরে বেদনায়
ঊষার আগমনের পূর্বাভাস পেয়ে।

ভালোবাসার অভিলাষ কাঁটার মতো খোঁচায়
প্রায়শ্চিত্তের বাকি থাকে থাকুক
মন ফিরে যেতে চায় দূরের দ্রাঘিমায়
হোক না তা এক–অচেনা শহর
ঘৃণার বিষবাষ্পে নতজানু জীবন
মুক্তি চায় অভিশপ্ত ভালোবাসা হতে।
——————————————–

মাল্যদান

সাগর আহমেদ

হে মানুষ,
সভ্যতার জাঁকালো আলখেল্লা গায়ে চাপিয়েছো?
বেশ তো!
এবার একটিবার অন্তত গ্রিনরুমে আসো
তাকাও আয়নায় দিকে,
দেখো, সময়ের হেমলক আকন্ঠ পান করে
সাজঘরের কাঁচ গোলকে তোমার প্রেতছবি ,
হ্যা, তুমিই তো সেই রাসপুটিন
মানবতার হাড়- মাংস চিবিয়ে খেয়ে
রাস্পবেরির রক্ত রসে ঠোঁটকে করেছো ভয়াবহ লাল ।

কি নেই তোমার কলংক তিলকে?
হত্যা
ধর্ষণ
চাঁদাবাজি
হিংসা
লোভ
মদ্যপতা
জুয়াবাজি
যৌন বিকৃতি
বর্ণবাদ
পরধর্ম বিদ্বেষ
নিষ্ঠুরতা
আত্মঅহংকার
ঈর্ষা
রিরংসা
ঘৃণা
এই শেষ উপমাটি তোমাকে ফিরিয়ে দিতে
কেন যেনো আজ খুব ইচ্ছে হলো,
আমি ঘৃণার মালা পরিয়ে দিলাম তোমাকে
কিংবা শ্বেত পাথরে তৈরি সভ্যতার আবক্ষ মূর্তিটিকে ।
——————————————-

শিরোনাম —-হারানো প্রেম
কলমে– মৃণাল চ্যাটার্জী
তারিখ—-১২/১২/২০২২

মনের মাঝে তে জেগে থাকা যতো আশা—-
ছেঁড়া পাতা গুলি যেন খসে খসে পড়ে,
হারানো প্রেমের সীমাহীন ভালোবাসা,
স্মৃতি হয়ে থাকে হৃদয়ের অন্দরে।

ভেবেছিল মন বহু যুগ যুগ ধরে
ভুবন ভরায়ে দিয়ে যাবে উপহার —
অকালে কুসুম কলি’ই গিয়েছে ঝ’রে
রইলো না তো দেওয়ার কিছুই আর!

কালবৈশাখী ঝড় যেন ধেয়ে এসে
ছিলো যাহা কিছু সবই নিয়ে চলে গেলো—
রঙ ধরা প্রাণে আঁধার ঘনায়ে শেষে
ঠিক যেন প্রাতে নিশীথেরে নিয়ে এলো!
সম্পূর্ণ
মৃণাল চ্যাটার্জী
——————————————–

Powered by themekiller.com