Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর অনবদ্য কবিতা “আমাকে ভালোবেসে”

কবি সারমিন জাহান মিতুর অনবদ্য কবিতা “আমাকে ভালোবেসে”

আমাকে ভালোবেসে
———- মিতু

কতটা বিষন্নতায় দীর্ঘশ্বাস ফেলে
একাকী রাত্রিযাপন করে চাঁদ।

তবুও নির্মল আলোর পথটা দেখায়।

বিশাল শূন্যতায় একা আমিও,

দাঁড়িয়ে আছি অতন্দ্র প্রহরী।

ভালোবাসি যদি রাগ-অনুরাগে ছন্দহীন জীবনে,

ভালোবেসে লোভ হয় যদি
প্রজাপতির রঙে রঙ্গিন হবার ।

সাদা কাশ ফুলে সাজ পরিবর্তন হতে নেই যে,

বোঝ যখন —তখন কেন অসত্য ভালোবাসার দাবি তোমার।

আমাকেই কেন বারবার পোড়ানোর ইচ্ছে হয়।

দগ্ধতার দাহে কতোখানি ঝলসে ওঠে,

ঘুমিয়ে রাখা অন্দর দেখতে পা-ও কি।

জানি দেখার দৃষ্টি আকর্ষণ করে না,

শুধু সূচনার অধ্যায়ে আলোচিত একটি কথা
বোধ সত্তার খোলসে আটকে রেখেছ
আমাকেই ভালোবাসাতে হবে বলে।

কিন্তু আমি তো মেহেদী পাতার মতো
ভিতরটায় রক্তাক্ত লাল পাথুরে নদী।

বহমান জল হতে পারিনা।

আমাকে ভালোবেসে রক্তের শিরা-উপশিরায় ছিদ্র করোনা তুমি।

Powered by themekiller.com