Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর জীবন্ত কবিতা “এ কেমন তুমি এ কেমন আমি “

কলকাতার বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর জীবন্ত কবিতা “এ কেমন তুমি এ কেমন আমি “

এ কেমন তুমি এ কেমন আমি
শ্যামল ব্যানার্জী
১০/১২/২০২২

বোঝাবো কাকে
পাইনা তাকে
যে বোঝার মতো করে বুঝবে আমায়।
কি দায় আমার এ শেষ অবেলায়
তুমিও জানো.. আমিও জানি,
আমরা সবাই জেগে ঘুমোনো.. সেই রাজাটা.. গল্প কথায়।
উলঙ্গ.. তবু অদৃশ্য চোখ.. দেখি পোশাকে দৃশ্যমান ,
এ কেমন তুমি.. এ কেমন আমি
সবাই জানি.. সবাই জানি।
চোখে ঠুলি ময়না বুলি
চলো, এটাই ভালো.. ভীষণ ভালো
মায়াবী রাজ্যে সব পেশাদার ।
কি দরকার ঝুটঝামেলার,
এই তো আছি খোশ মেজাজে,
তৈল মর্দন যদি করে ভাই
ভাত.. কাপড় আর নেশাটাও পাই
আর কি চাই
প্রভু দয়াময়
আমার প্রভু.. তোমার প্রভু
জানোনা কি সে কথা।
মুর্খ আমি.. মুর্খ তুমি ..
মুর্খ অতিসাধারণ
মানুষ এখনও আছে কিছু
তবে খুব কম যারা মানেনা কোনো ব্যাকরণ।
বাকিরা সব হেসেলের রান্না ঘরে সুকৌশলে
উচ্ছিষ্ট হয়ে আছে
আমিও হয়তো তাদেরই একজন।
তবু আমার শ্বাস চলে বলে, আমি কাটা কই মাছের মতন লাফাই..
অস্তিত্ব প্রমাণ করি আমি আছি,
কোনো শয়তান… কোনো পার্থিব রাজা.. মন্ত্রী
আমাকে অস্বীকার করার সাহস দেখাবে না।
কারণ, আমি একা.. একা ও অবিনশ্বর।

Powered by themekiller.com