Breaking News
Home / Breaking News / জেলা প্রশাসক কামরুল হাসান মান্দারী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন

জেলা প্রশাসক কামরুল হাসান মান্দারী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন

মোহাম্মদ সিন্টুঃ
সদর উপজেলার ৪নং শাহ্ মাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মান্দারী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

গতকাল ৬ ডিসেম্বর, মঙ্গলবার সকাল এগারোটায় মাদ্রাসার উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তদারকি করেন। তদারকির সময়ে জেলা প্রশাসকের মাদ্রাসায় ল্যাব না থাকার বিষয়টি দৃষ্টিগোচর হয়। এ ব্যাপারে তিনি আলোচনা করেন। যেহেতু ডিজিটাল বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ল্যাব শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা প্রশাসক কামরুল হাসান মাদ্রাসা পরিদর্শনে গেলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদ ও শিক্ষক, মাদ্রাসা কমিটি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিলে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরন করে নেন। জেলা প্রশাসক প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যাওয়ায় অধ্যক্ষ মাওলানা নেছার আহমাদ সন্তোষ প্রকাশ করেছেন।

এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহ্ নাজ, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইবনে আল জাহেদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটোয়ারী, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন মোল্লা, মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মিজানুর রহমান, প্রভাষক মাও. মোশারফ হোসেন, তারিকুল ইসলাম, নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা সহ মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ।

Powered by themekiller.com