Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

প্রেম করো না
কলমেঃ মোঃ মনির সরদার
৪/১২/২০২২ইং
প্রেমে মরণ প্রেমে বাঁচা তবু বন্ধু প্রেম করবো না প্রেমে অন্য জ্বালা
বন্ধু তোমার সঙ্গে প্রেম করবো না আমি তো করবো ভালোবাসা।

প্রেমে বাধা প্রেমে মৃত্যু তবু ধরবো আমি তোমাকে
ধরবো না আমি কারো হাত
প্রেম তবুও ছুঁয়ে যাবো মন।

প্রেমে ব্যথা প্রেমে প্রেমে অভিমান
তবু তোমার আমার প্রেম দেখে কারো মনে আগুন লাগে লাগুক।

আমার প্রেম দেখে জ্বলে তো জ্বলুক
তোমার হাতে হাত রাখলে অন্য কেউ নিন্দা করে তো করুক।

প্রেমে পাগল বলে তো বলুক
তবুও প্রেম কখনো ছেড়ে যাবে না
প্রেমে ছোঁয়া প্রেমে অনুভূতি তবুও প্রেম করবো না।

প্রেমে পড়ন্ত বিকেলে সূর্য ডুবে প্রেমে বুকের পিঞ্জরে মাথা রাখে কথা বলে
তোমার প্রেম পবিত্র- আমার প্রেম চিরন্তন মায়ার বাঁধন।

প্রেমে ধোঁকা প্রেমে শান্তি তবু মানবো না কারো শাসন
প্রেমের জন্য ছাড়তে পারি
আমার এ জীবন।

আমি মরবো না তোমার প্রেম বিরহে
তোমার আমার প্রেম দেখে মরবে অন্যকেউ।

প্রেমে করবো না তোমার সঙ্গে প্রেমে ভীষণ অন্য জ্বালা
প্রেম দেখে কারো মনে আগুন লাগে তো লাগুক তবুও ভালোবেসে যাবো তোমাকে।

প্রেমে বিয়ে প্রেমে গোলাপি রাঙা ঠোঁটের হাসি
আমার প্রেম দেখে অন্যকেউ জ্বলে তো জ্বলুক।

প্রেমে পড়ে কেউ কান্না করে বালিশ চাপায়
প্রেমে পড়ে কেউ মনের আনন্দে হৃদয় দিয়ে জড়িয়ে ধরে।

প্রেম নিষ্ঠুর -প্রেম তৃপ্তির তবুও নিন্দা করে তো করুক
আমি পাগল অন্যকেউ বলে তো বলুক।

তবে প্রেম কখনো হারিয়ে যাবে না
প্রেম স্বর্গ প্রেমে আদম হাওয়া প্রেম করো না রূপ দেখে।

প্রেমে পড়ে কেউ জীবন দিয়ে স্মৃতি রেখে যায়
কেউ আবার প্রেমের হিসাব কষে একাকীত্ব জীবন কাঁটায়।

আমি তোমাকে মন দিয়ে মন হারাতে পারবো না
প্রেম চেয়ে তোমার কাছে একা আমি হারবো না।

প্রেমে মরন প্রেমে অন্য ভীষণ জ্বালা
প্রেমে সুখ প্রেমে দুঃখ তবু পথ হেঁটে চলবো আমি তোমাকে ভালোবেসে।

প্রেমে গরম ঘামে ভিজা শরীর তোমার – আমার
প্রেমে শীতের আবরণে চাদর জড়িয়ে ঠোঁটের পরশে মাখা মন!!
——————————————–

।। প্রানেশ্বর ।।
—- মেঘা ঘোষ

আজীবন যাকে চেয়েছি আমি
সেকি এল মোর পথে
বহু আকুতি হৃদয় আমার
চেয়ে আছে তার রথে!

তার বিজয় ধ্বজা অচিন্ত্য সারথী
সুবর্ণ সুযোগ নিয়ে—
“বহুপথ অতিক্রান্ত করেছে
অগ্রে অগ্রসারিত হয়ে”—

তাকে চাই আমি,সেকি চায় আমায়?
এ প্রশ্ন নিরুত্তর!
বধির মনের কৌতুহলে—
আসেনি সদুত্তর—!

একদিন আমি চাই সাক্ষাত
আসে যেন ঘরে মোর!
তার চেয়ে প্রিয় কেউ নেই গো
কাটাবে দুঃ সময়ের ঘোর!
——————————————–

কবিতার নামঃ- আমার শেষ ভালোবাসা
কলমেঃ- মোঃ আব্দুল হাদী
তাং- ০৪/১২/২২

ভালোবাসি আমি পাহাড় নদী, কান্তার মরুভূমি,
ধুধু বালিময় গিরি প্রান্তরে, জেগে উঠা কৃষি জমি।
পাষাণ পাহাড়ের বুক চিরে পরে, মিষ্টি স্রোতধারা,
নিখিলের চির সুন্দর রূপে, আমি মুগ্ধ পাগলপারা।

শৈল চূড়ার রূপ সুষমা, অপরূপ মনোহর,
তারি পদতলে ঢেউ নিয়ে খেলে, সুবিশাল পারাবার।
লোনা দরিয়ার রূপ সুষমায়, মুগ্ধ আমার চোখ,
দুর্যোগ ঘন ফুঁসে ওঠা জলে, কেঁপে কেঁপে উঠে বুক।
তবুও আমি ভালোবাসি জল, তিনভাগে ভরা অতল রত্নাকর,
কতো রত্ন, মণিমুক্তা, প্রাণ উচ্ছ্বল, চঞ্চল জলজ আবাস ঘর।

আমি ভালোবাসি এই সমতল ভূমি, সবুজের প্রান্তর,
ফল ফসলের রূপ ঝরে পড়ে, হেসে উঠে অন্তর।
পথে পথে ঘাস, লতাপাতা আর পাখিদের কলরব,
শুধু দেখা নয়, প্রাণী প্রাণে মিলে, হৃদয়ের অনুভব।
ফুল বাগানে কতো ফুল ফোটে, ভ্রমরের গুঞ্জন,
কাননে কাননে ছড়ে সৌরভ, প্রকৃতির অর্জন।

আমি ভালোবাসি এই সুন্দরবন, বিচিত্র বুনো আমাজন জঙ্গল,
লোনা জল পাশে, বনভূমি আর বন্য জীবন, মোহময় দ্বিগাঞ্চল।
শ্বাপদ সংকুল বনাঞ্চলের, লীলাময় রূপ, অদ্ভুত রোমান্টিক,
লোনা স্রোত এসে ধুয়ে দেয় বন, অদুরে হাসে মিঠাপানি, ফ্যানটাস্টিক।

কে এই রসিক, রূপ নগরের, কোন সে জন্মদাতা?
কি কৌশলে বাঁধা সবকিছু, কোন থিওরির নির্মাতা?
দিবানিশি শুধু তারি গুণ গাই, এ জীবন সপি নিঃশেষে,
আমার অর্ঘ্য দিলাম তারি পদতলে, সকল প্রেম,
ভালোবাসা অবশেষে।
——————————————–
শিরোনামঃ রক্তক্ষরণ
কলমেঃলাভলী
তারিখঃ০৫•১২•২০২২

অনন্য কখনো হ্নদয়ের রক্তক্ষরণ দেখেছো? কখনো কি হ্নদয় ভাঙার মরমর শব্দ শুনেছো? শুনে থাকবে নিশ্চয়ই। কাছের মানুষ যোজন যোজন দূরে, যখন থাকে সে অচিন পুরে। তখন তো রক্ত ক্ষরনের সাথেই প্রতিনিয়ত শুরু হয় বসবাস। আমি দেখেছি টসটসে লাল রক্ত কিভাবে বর্ণহীন নীল বিষাক্ত হয়ে যায়। ভালোবাসার মানুষকে দূরে রেখে বেঁচে থাকা কি যে ভয়ানক যন্ত্রণার সেটা আমি জানি। হ্নদয়কে টুকরা টুকরো ক্ষত বিক্ষত করে দেয় ঘুম কেড়ে নেই শান্তি কেড়ে নেই। অনন্য ভালোবাসা কখনো শরীরে আটকে থাকে না ভালোবাসা তো থাকে মনে। আর এই মন থেকেই আমি তোমাকে চেয়েছিলাম ভালবেসেছিলাম এক সাথে ঘর বেঁধে অনন্তকাল পাশে থাকবো বলে দুজনেই প্রতিশ্রুতি বদ্ধ ছিলাম। অথচ আজ তুমি পাশে নেই। তোমাকে ছেড়ে তোমাকে ভুলে থাকার যন্ত্রণা কতটা যে কষ্টের আমি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি।এভাবে ভালোবাসা হীন বেঁচে থাকার চেয়ে মরনেও সুখ বেশি। অনন্য তুমি কি জানো এখনো তোমার সাথে আমার নিশ্বাসে নিশ্বাসে কথা হয় কল্পলোকে দেখা হয় আর তোমার নাম নিলেই হ্নদয়ে ভুমিকম্প হয় শিহরণ হয়। মনে হয় তুমি চোখের সামনেই বসে আছো। জান অনন্য প্রেমের বন্ধন বড়ই মজবুত আর কঠিন। অনন‍্য স্মৃতির অনুভূতি গুলো কেনো এমন হয়? সব সময় কেনো আমাকে গুমরে গুমরে কাঁদায়। তোমার উদ্ধাম ভালোবাসা আমাকে নিস্ব করে দিলো। একা করে দিলো।

তোমার স্মৃতি আমাকে যন্ত্রণা দেয়। অনন্য কেনো আমায় এভাবে কষ্ট দিলে?একাকী করে কতটা সুখ তুমি পেলে। জানিনা কার বিহনে চুপি চুপি চলে গেলে সরে গেলে ভুলে গেলে। তুমি কতটা ভালো আছো আজ খুব জানতে ইচ্ছে করে। তোমার অনন‍্যা একদমই ভালো নেই। অনন‍্য এই জীবনে আমি কতটা অসহায় আর কতটা নিস্ব তোমাকে ছাড়া। তুমি কখনো কি একটি বার ভেবে দেখেছো? যদি ভাবতে কখনোই আর যাইহোক পালাতে পারতে না। এখন তো মনে হচ্ছে কখনো তুমি আমাকে আমার মতো করে চাওনি আর ভালোও বাসনি। অনন‍্য তুমি তো প্রতিষ্ঠিত ছিলে তবে কেনো কেনো সব মেনে নিলে। তোমার পরিবার আমায় চায়নি বলে। একটি বার আমায় বলতে তো পারতে আমি বুঝিয়ে দেখতাম। তার পর না হয় নিয়তিকেই মেনে নিতাম।
——————————————–

বিভাগ = কবিতা
শিরোনাম = নকল নৌকা
কলমে= শ্রী স্বপন কুমার দাস
তারিখ =০৪/১২/২০২২
==================
আমি নকল তুমি নকল
নকলের ঐশ্বর্য সম্মান,
আসল হলে পাবিরে মন
এই জগৎ-এ অসম্মান।
সত্য ত্রেতা দ্বাপরে আসল
ছিল যতটুকু ধরে,
কলি যুগটা উলোট পূরাণ
নকলে গেছে ভরে।
তাই তো আজ মূল্যহীন
আসল রাস্তা ঘাটে,
পথ চলতি মানুষে দেখ
নকল নিয়ে হাঁটে।

নকল নৌকায় ভাসছি সবাই
বিবেক বুদ্ধি ছেড়ে,
প্রতিবাদের ভাষা হারিয়ে সবাই
মিলছি নকল ভিড়ে।
এই যুগটায় নকল হলে
সুবিধা সুযোগ পাবে,
নকল তলোয়ার নাই ধরলে
গর্দান টুকু যাবে।
তাই বলি ভাই সকলকেই
আসল সকল ভুলো,
নকল সেজে যতখুশি সবাই
নিজের ফায়দা তুলো।
——————————————–

ভাষন
চিরঞ্জীব হালদার

পৃথিবীর যে কোনো প্রযুক্তিবিদ্ আমার আত্মহত্যার পিস্তল বানানোর টেন্ডার এ অংশগ্রহণ করতেই পারে।
জীবনানন্দ ট্রামচালককে যে চিঠি আগেভাগে দিয়েছিলেন তার গল্প গৌতম মিত্ররা নাও জানতে পারেন।
যে লোকগুলো পিছন থেকে ছুরি মারবে এই আড্ডায় তারা আজ প্রধান অতিথি।
আসুন আরও একটা অতিরিক্ত রসগোল্লা হয়ে যাক।

মায়াকোভস্কি আপনি কিছু বলেন।
৩-১২-২২
——————————————–

Powered by themekiller.com