Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর প্রানবন্ত কবিতা ” যুদ্ধ “

কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর প্রানবন্ত কবিতা ” যুদ্ধ “

যুদ্ধ
শ্যামল ব্যানার্জী
০৫//১২/২০২২

আমি চোখ বন্ধ করে বসেছিলাম।
ঐ যে তোমরা যাকে ধ্যান করা বলো,
আমি বলি ঘন্টা।
আমিতো এমনিই বসেছিলাম চোখ বুজে,
বাহান্ন বছর আগের দিনটাকে খুঁজে পেতে।
তখন সে রক্তের কি তেজ..
যেন ডিনামাইট এক্ষুনি ফেটে যাবে।
কি ভীষন আওয়াজ ছিলো সারা রাস্তা জুড়ে
ভয়ের.. সন্ত্রাসী হামলার।
আর যোদ্ধারা ছিলো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে
মানুষের ইস্তাহারে.. একাত্তর.. বাহাত্তর দুই ভিন্নমুখী লড়াই জানে।
ওপারের জয়ে.. যুদ্ধ থেমেছে কিনা জানিনা,
তবে এপারের মানুষ সেদিন মানবিক.. বিপ্লবী যোদ্ধাদের ব্রাত্য করেছিল।
কিন্তু, যুদ্ধ কি থামে কোনোদিন?
সেদিনও…
একটা যুদ্ধের জন্য যখন আমি তৈরি হচ্ছিলাম,
পাহাড়ের ঠিক ওপারে আমার নিশানা
লক্ষ্য ভেদে প্রস্তুত,
ঠিক তখনই শয়তানের মুখোমুখি হলাম
কিংবা বলা যেতে পারে এক মায়াবী রাক্ষস
আমার বর্ম ভেদ করে প্রকট হলো,
অন্ধকার ঘিরে।
বললে, নিলাদ্রি কি ভাবছো এত..
মাখনের ছুরিটা চালিয়ে গেল ভয়ের।
সেই থেকে বিচ্ছিন্ন হয়ে আছি
এ নির্বোধ মানুষের কাছ থেকে,
একদম ব্রাত্য..
ক্ষতি কি.. কি এমন দাম আছে মানুষ গুলোর।
নিলাদ্রি, তুমি তো বরাবরই ভীষণ আলাদা ছিলে,
যত শখ্যতা রেখেছিলে আদর্শের সাথে,
বন্ধুর পথে ।
তোমার পঁচিশের এর যৌবন
সত্তরের কাল গ্রাসি খিদে গিলে ফেলেছিলো, –
বোঝোনি তখন।
এখন তো বোঝো সে সব কথা।
বৃষ্টিও চলে গেল.. পারেনি তোমার শ্লোগান.. ইস্তাহার
আর তোমার প্রিয় দলের পতাকা রাখতে তাকে ধরে।
কি লাভ হলো ভাবছো বুঝি এই অবেলায়।
কে তুমি নিলাদ্রি? কি অস্তিত্ব তোমার?
কি আছে তোমার যে মহা প্রলয় ঘটাবে
এ মহা সমুদ্রের ঘোলা জলে।
দাড়িটা শুধুই বাড়িয়ে গেলে.. বুদ্ধি বাড়ালেনা।

নিলাদ্রি পয়সা নেই বুঝি পকেটে? অথচ পয়সা উড়ছে শহর জুড়ে।
তুমি কি ভীষন বোকা… একদম অনুপোযুক্ত এ শহরের বুকে…. ঘৃণ্য ষড়যন্ত্রে।

যুদ্ধটা তবে থামিয়েই দিলে.……ভাঙা টুকরো কাঁচের মতন জঞ্জাল ভেবে।

error: Content is protected !!

Powered by themekiller.com