Breaking News
Home / Breaking News / নিম ফুলের মধু কবির লেখা কবিতা ” দুষ্ট মেয়ে”

নিম ফুলের মধু কবির লেখা কবিতা ” দুষ্ট মেয়ে”

অতি দুষ্টু মেয়ে আমি,
ছিলাম বাবার চোখের মণি,
বাবা মায়ের ভালোবাসায়,
ছিলাম তাদের আলোর আশা ।

গরীব বাবার মেয়ে হয়েও,
অভাব কিযে বুঝিনিতো,
দুষ্টুমিতে বেজায় ভারী,
কথায় ছিলাম পাকনা বুড়ী ।

মা দিতো ঝাড়িঝুড়ি,
বাবা বলতো,কিসের তোমার বাহাদুরি,
এতো সাহস কোথায় পাও,
ঝাড়ি কেনো দিয়ে যাও ।

মেয়ের জ্বালা সইতে না পেলে,
বাপের বাড়ি চলে যাও,
মা কাঁদতে কাঁদতে সারা,
দিতামনাতো তবুও ধরা।

এইবার ঠিক হয়েছে,
বাবার কাছে বকা খেয়েছে,
দৌড় দিয়ে চলে যেতাম ,
তখন বাবার কোলে ।

গরীব হলেও বাবা কারোর,
হয়না কারোর গরীব,
বাবা মায়ের ভালোবাসার ,
তুলনা হয়না ।

আজকে বিয়ে করলে কাল,
বাবা মা পর করোনা,
বাবা মায়ের মতন আপন,
পৃথিবীতে আর একটাও পাইবানা।

আজ যে ভালোবাসে,
শুধুই স্বার্থ খেলায়,
স্বার্থে উপর আঘাত পরলেই,
বিদায় সন্ধ্যা বেলায় ।

স্ত্রী পুত্র মায়ার সংসার,
সবি স্বার্থর খেলা,
বেলা ঢুবে যাওয়ার আগেই,
বুঝো ভবের মেলা।

বি:দ্র: একজোরা হাত,অনেক কষ্টে,লালন পালনকরে বড় করে মানুষের মতো মানুষ করে।
বেঁচে থাকতে তাদের মনে আঘাত দিবেননা ।

Powered by themekiller.com