Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” কলম ভদ্রলোক “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” কলম ভদ্রলোক “

।। কলম ভদ্রলোক ।।

বাহিরে যা দেখছেন! অক্ষরে অক্ষরে
বর্ণে বর্ণে সুসজ্জিত শব্দ সুউচ্চ ইমারত,
ওগুলো আমার কলম কাগজের কেরামতি
বাস্তবে আমি বিকলাঙ্গ, অথর্ব আমার আমি
নিস্তেজ অথচ নগ্ন শরীর ঢাকি এই শব্দ, বর্ণে।

আমি কখনই গর্জে ওঠার মত কেউ না,
আমি কখনই পবিত্র হবার মত কেউ না
আমি কখনই কলম ও কাগজের মত না
আমি কখনই আমি যা লেখি ওটাও তো না।

অনাচারে হাত ওঠেনা শ্লোগানের মিছিলে
অর্ধ নগ্ন শরীর আমাকে আরও নগ্ন করে
তামাশা পারি আমি, তামশার খেলা খেলি
কলমের প্রতিবাদ আর কণ্ঠে জোটে না।

আসলে আমি শব্দে বর্ণে নিজের বাসনা ঢাকি
আড়াল করি লম্বা চিহ্বা আর অবাধ্য দুটা চোখ
গোপন করি গোপন দুর্বলতার দুর্গন্ধের পচা ঘা
আসলে আমি কবি নামের শুধুই কলম ভদ্রলোক।

যা দেখছো কবিতার ভাঁজে, ও দেবতা আমি না।

Powered by themekiller.com