Breaking News
Home / Breaking News / জাতীয় সংসদ নির্বাচ‌নে চাঁদপু‌রের ৫টি অাস‌নে ১৮ লক্ষ ৫ হাজার ৯শ’ ২৬ জন ভোটার ভোটদা‌নে অংশ নি‌বে

জাতীয় সংসদ নির্বাচ‌নে চাঁদপু‌রের ৫টি অাস‌নে ১৮ লক্ষ ৫ হাজার ৯শ’ ২৬ জন ভোটার ভোটদা‌নে অংশ নি‌বে

অ‌ভি‌জিত রায় ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌ন অাগামী ২৩ ডি‌সেম্বর অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে। এবা‌রের নির্বাচ‌নে চাঁদপু‌র জেলার ৫টি সংসদীয় অাস‌নে সর্ব‌মোট ভোটার ১৮ লক্ষ ৫ হাজার ৯শ’ ২৬ জন। এর ম‌ধ্যে পুরুষ ভোটা‌র ৯ লক্ষ ৮৯ হাজার ৪শ’ ৫৩ জন। সর্ব‌মোট ৬৭৫টি ‌কে‌ন্দ্রে কক্ষ সংখ্যা ৩ হাজার ৪শ’ ৮১টি।
চাঁদপুর-১ (২৬০ কচুয়া) সংসদীয় অাস‌নে সর্ব‌মোট ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ৫শ’ ১৩ জন। এরম‌ধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৭শ’ ৫১ জন ও ম‌হিলা ভোটর ১ লক্ষ ৩১ হাজার ৭শ’ ৬২ জন। সর্ব‌মোট ১০৫টি কে‌ন্দ্রে কক্ষ সংখ্যা ৪শ’ ৯৬টি।

চাঁদপুর-২ (২৬১ মতলব ও মতলব উত্তর) সংসদীয় অাস‌নে সর্ব‌মোট ভোটার ৩ লক্ষ ৯২ হাজার ৫শ’ ৪৩ জন। এরম‌ধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৮ হাজার ১শ’ ১৫ জন ও নারী ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৪শ’ ২৮ জন। সর্ব‌মোট ১৫৪টি কে‌ন্দ্রে কক্ষ সংখ্যা ৭শ’ ৯টি।

চাঁদপুর-৩ ( ২৬২ চাঁদপুর-হাইমচর) অাস‌নে সর্ব‌মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৮শ’ ৩৫ জন। এরম‌ধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২১ হাজার ৭শ’ ৫৩ জন ও নারী ভোটার ২ লক্ষ ৮ হাজার ৮৩ জন। সর্ব‌মোট ১৫৭টি কে‌ন্দ্রে কক্ষ সংখ্যা ৮শ’ ৬৭টি।

চাঁদপুর-৪ (২৬৩ ফ‌রিদগঞ্জ) সংসদীয় অাস‌নে সর্ব‌মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৬শ’ ৮৫ জন। এরম‌ধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ৭শ’ ২৪ জন ও নারী ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯শ’ ৬১ জন। সর্ব‌মোট ১১৮টি ‌কে‌ন্দ্রে কক্ষ সংখ্যা ৬শ’ ১৪টি।

চাঁদপুর-৫ (২৬৪ হাজীগঞ্জ-শাহরা‌স্তি) সংসদীয় অাস‌নে সর্ব‌মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩শ’ ৫০ জন। এরম‌ধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ হাজার ১শ’ ৩১ জন ও নারী ভোটার ২ লক্ষ ৩ হাজার ২শ’ ১৯ জন। সর্ব‌মোট ১৪১টি কে‌ন্দ্রে কক্ষ সংখ্যা ৭শ’ ৮৫টি।

Powered by themekiller.com