Breaking News
Home / Breaking News / কচুয়ায় সমাজসেবা অধিদপ্তরের পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

কচুয়ায় সমাজসেবা অধিদপ্তরের পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা মো: নাহিদ ইসলামের বিরুদ্ধে পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্তসূত্র জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫ জন পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ অর্থ বছরে প্রতিজনের সম্মানি ভাতা মাসে ১ হাজার টাকা করে ২ বছরে ২৪ হাজার টাকা দেয়ার কথা থাকলেও সম্প্রতি কাউকে ১২ হাজার ও ৫ হাজার টাকা করে দেয়। সম্পাদিকাদেরকে বরাদ্দকৃত টাকার পরিমানও জানানো হয়নি। এমনি তথ্যের ভিত্তিতে এ প্রতিনিধি গত শনিবার (২৬ নভেম্বর) ছুটে যান একাধিক পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের কাছে। তারা জানান, গত ১০/১২ দিন পূর্বে আমাদেরকে ১২ হাজার টাকা করে দিয়েছে। আবার কাউকে ৫ হাজার টাকা করে দিয়েছে। তারা আরও জানান, আমরা প্রায় ১৪/১৫ বছর কোন ভাতা পায়নি। শুনেছি সরকার আমাদের জন্য প্রতিমাসে ১ হাজার টাকা করে ৪ বছরের ভাতা আসছে। কিন্তু আমাদেরকে ওই টাকা দেয়ার সময় আর কিছুই বলেনি। প্রতিনিধির এ তথ্য সংগ্রহ অব্যাহত থাকা অবস্থায় রবিবার (২৭ নভেম্বর) তাদের ডেকে নিয়ে পুনরায় প্রতিজনকে ১২ হাজার টাকা করে দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলামের নিকট জানতে চাইলে এবং ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরের পল্লী মাতৃকেন্দ্রের বরাদ্দের কপি, সম্পাদিকাদের সম্মানী প্রদানের চেক স্বাক্ষরের নোট ও ভাতা প্রদানের মাষ্টার রোলের কপি চাওয়া হলে তিনি বলেন- এটি আমাদের ইন্টারনাল বিষয়। আপনার এসব তথ্যের কপি প্রয়োজন হলে আমার বরাবর লিখিত আবেদন করলে, আমার উর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাবো। এ প্রতিনিধি এসব তথ্যের জন্য সোমবার (২৮ নভেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন দাখিল করে।

বিষয়টি পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকারা তাদের জন্য কত মাসের বা কত টাকা বরাদ্দ আসছে তা জানতে চায়।

error: Content is protected !!

Powered by themekiller.com