Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর কবিতা “মেহেরজান (২)”

কবি সারমিন জাহান মিতুর কবিতা “মেহেরজান (২)”

মেহেরজান (২)

সারমিন জাহান মিতু

২৬-১১-২০২২

সব কবিতা প্রেমের হয়না
কিছু কিছু কবিতা লেপ্টে যাওয়া
কাজলের ব্যথার দানে লুকিয়ে থাকা
কষ্টের দামী দাগ,

কাঁদতে দেখেছো – আমি দেখেছি
সিজদা রত মায়ের মুমূর্ষু বেদনার আর্তনাদের কান্না।

মা কেন কাঁদে – এমন কেন কাঁদতে হয় মাকে,

তোমার জল যে মায়ের মমতার আঁচলে আজও লুকিয়ে রাখা আছে
সে মা কাঁদে কোন বেদনার অশ্রু জলে।

নীরব কেন তুমি –
হে মানবতা- হে ভঙ্গুর সামাজিকতা।

যে মায়ের সুগন্ধে মাতোয়ারা হতো –
তোমার শৈশব, কৈশোর,

সে মায়ের গায়ের উটকো গন্ধ –
শোভা পায় না –
তোমার নষ্ট আভিজাত্যপূর্ণ বিলাসবহুল শোবার ঘরে।

ঢিল ভেবেই ছুড়ে ফেলছো-
মায়ের বসন- হায়রে জীবন,

এ কেমন বর্বরতা –
এ কেমন পরিণতির নিষ্ঠুরতার স্বীকার জানেনা জীবন।

জানে শুধু মেহেরজানের বোবা মনের দহন।

Powered by themekiller.com