মাকে মনে পড়ে
সোনালী আদক
২৫/১১/২২
আমি যে মায়ের স্বার্থন্বেষী, হতভাগী এক মেয়ে,
মা হারা আমি দুখের দুখি, পৃথিবীর সকলের চেয়ে।
দুখ্য পেলে মাকে ডাকি,সুখ পেলে ভুলে যাই,
সবখানে খুঁজি আজও মা গো, তব মুখ কোথা পাই।
সকলে যখন মায়ের আঁচল তলে, নিজ কষ্ট লোকায়,
আমি যে বড়ো অসহায় সয়ে, অশ্রু জল চোখে শোকায়।
বড্ড জ্বালা এই বুকটায় মাগো, তুমি কি টের পাও,
আগের মতো দু বাহুতে নিয়ে, বুকটা জুড়িয়ে দাও।
ক্লান্তি আমার চোখের পাতায়, ভিড় করে যেই আসে,
আপন মানুষ মুখ ফিরায়ে নেয়, শূন্য যে চারিপাশে।
ঠিক তখনই তোমায় খুঁজি, জানি মা জননী যে আছেই,
কেউ নাই থাক আমার পৃথিবী, মা তো আমার কাছেই।
কোথায় মা তুমি আজও খুঁজি, রাস্তায় কখনও ভিড়ে ,
মুখ গুঁজে কাঁদি জানো মা আজও, তোমার ছোট্ট নীড়ে।
সাধ হয় মাগো তোমার মতোই, আমিও হারিয়ে যাই,
কোথা আছো মা একবার বলো, ঠিকানাটা যদি পাই।
খুব পচা রঙ্গীন পৃথিবীর, মুখোশধারী মানুষ গুলো,
তোমার আমার মনের মতো, নয় গো নরম তুলো।
শুধুই চাওয়ার পাহাড় গড়ে, সুনামির ভয় নেই,
দোষারোপের জাল বুনেই চলে, হারিয়ে সূতার খেই।
তোমার মতো বুকের ক্ষতটা, কেউ গভীরে বোঝেনা,
দুর্ভোগ লাঞ্চনা শুধুই, তোমার মতো দুচোখে খোঁজে না।
তুমি হারা মাগো শূন্য এ জগতে, বুকটা ধূ ধূ করে,
তোমায় আজও খুব ভালোবাসি মাগো, বড্ড মনে পড়ে ।
