Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “মেকি রশ্মি “

কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “মেকি রশ্মি “

” মেকি রশ্মি ”
– আব্দুল্লাহ আল মামুন রিটন

আমি জানি এই সেই কৈলাসে
নিত্য কী এক অজনা আলো খেলে,
নিখিলের সব রঙ মিলে মিশে
এক দলা কষ্টকে ঢেকেছে আড়ালে।

এক দিকে রেখেছে মেকি সুখ সরবর
বইয়ে দিয়ে অনন্ত অশ্রুধারা অপর প্রান্তে,
ধরা ভিজেও বোঝেনি এটা কোন প্রাপ্তি
কী লুকানো শক্ত কঠিন সুউচ্চ দেওয়ালে।

চকচকে প্রতিফলনে সূর্যের আভা
ওটা নিজস্ব না, প্রকৃতির অমোঘ খেলা?
শুধু নীচে দু’ধারে দেখ বহমান সরবর, জল
কেন কাঁদে পাহাড় নিরবে, সমুখে আলোকছটা।

error: Content is protected !!

Powered by themekiller.com