Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন- রিটন এর কবিতা “নৈঃশব্দ্যের শব্দ ইতিহাস “

বিশিষ্ট কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন- রিটন এর কবিতা “নৈঃশব্দ্যের শব্দ ইতিহাস “

” নৈঃশব্দ্যের শব্দ ইতিহাস ”
– আব্দুল্লাহ আল মামুন- রিটন

চোখের ভাজে ভাজে অদৃশ্য জল
বুক স্পন্দনে হাহাকার, আর্তনাদ৷৷
আমি জগৎ সংসারে সুখ পাইনি
কলমে আসেনা তাই আনন্দ শব্দ৷
বহুকালের হতাশার উষ্ণ বাতাসে
স্বান্ত্বনা নেই যন্ত্রণা,শুধুই রক্তক্ষরণ৷
অনাদিকাল ধরে এই মন বিধ্বস্ত
সেখানে কিভাবে হত বলো সুখ কাব্য?

আষাঢ়, বৈশাখ, জ্যৈষ্ঠ ঘনিষ্ঠ
এখানেই জীবনের চারটি চক্র
কখনও বৃষ্টি, কখনও ঝড়, উষ্ণতা
এই ঋতু চক্রে খচিত হয় কিছু কাব্য।
ঈশ্বর ভুলে গেছেন দিতে বাড়তি দুটো
আমিও ভুলে গেছি যে প্রাচীর ভাঙা যায়।

কাগজের পাতা জুড়ে নৈঃশব্দ্যের শব্দ
শব দেহের মত অসার হয়ে পরে থাকে।
এভাবেই কাটে কবির কবিতার এক যুগ
একদিন নতুন সূর্যের সাথে এলো বৈচিত্র্য,
দেখা দিলো কুয়াশার সাথে শীতল প্রকৃতি
বদলে গেলো কলমের কালির রঙ ও শব্দ।

নৈঃশব্দ্যের শব্দ হঠাৎই যেন জীবন পেলো
চিৎকার করে কবিতার ভাষায় সে জানালো-

“ছ’টি ঋতুর আগমনে পূর্ণ হলো কাব্য চিত্র
এবার যুগলের কবিতা হবে, ভাঙো নৈঃশব্দ্য।”

error: Content is protected !!

Powered by themekiller.com