Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “তুই যে অসুখ”

বিশিষ্ট কবি ও কলামিস্ট আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা “তুই যে অসুখ”

📌 তুই যে অসুখ 📌
– আব্দুল্লাহ আল মামুন- রিটন

আজ কি ভীষণ যন্ত্রণা যে তুই
রক্তে ফোঁটা টগবগে যেন দুখ৷
জীবনের ব্যপক অপ্রাপ্তি তুই
হতাশা জড়ানো তুই একটি মুখ৷
যতবার মনে পড়ে বুকটা ফাটে
প্রচণ্ড দহণে তুই অন্তরে বিদ্রুপ।

নিজস্ব স্বপ্ন থেকে গেছে ব্যক্তিগত
দেসনি সারা, ফেরালি তুই ক্রমাগত।
তবুও স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি, রঙবেরঙ
নির্বাক তুই স্বভাবে থাক যতই নিশ্চুপ।
পৃথিবীর বুকে যদি একটিও মুখ চাই
সে চাওয়া তোরটাই, হৃৎপিণ্ড উম্মুখ।

এত ভালোবেসে সুখ না হয়ে তুই
হয়ে গেছিস অশ্রু ফোঁটা হাজার অযুত।
হয়ে গেছিস কাটা ছিঁড়া টুকরো অন্তর
না পাওয়ার হতাশা আঁকা বিবর্ণ মুখ।
এত কিছু কষ্ট যে তুই,তুবুও ভালোবাসি,
যদিও তুই জ্বালাময়ী এক ভীষণ অসুখ।

তবুও ছাড়িনি তোকে এখনো বন্ধু
স্মরণে বেঁধেছি মরমের কিছু সুখ ৷
এত জ্বলি, এত যে আমি পুড়তে থাকি
তবুও তুই এখনও আশা ভরা বুক৷
জানা আছে হবেনা সমাধান কিছু
হবেনা পাওয়া,তবুও তোকেই ভেবে সুখ।

error: Content is protected !!

Powered by themekiller.com