Breaking News
Home / Breaking News / চাঁদপুরে তিনদিনব্যাপি ২য় তম বিশ্ব ইজতেমা

চাঁদপুরে তিনদিনব্যাপি ২য় তম বিশ্ব ইজতেমা

এম. আর হারুন ঃ আগামী মাসে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের কারনেই চাঁদপুর শহরের মেঘনা নদীর পাড়ে আগামী ১৫/১৬/১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যে ইজতেমা মাঠ তৈরী করা হয়েছে। চলতি বছর বিশ্ব ইজতেমা ঢাকার টঙ্গীতে হওয়ার কথা থাকলেও গত বছরের ন্যায় চলতি বছরও তাবলীগওয়ালা ও মুসল্লীদের সমন্বয়ে এ মাসেই মেঘনা নদীর মনোরম পরিবেশে তিনদিনব্যাপি বিশ্ব ইজতেমা শুরু হবে। পুরানবাজারের রনাগোয়াল মেঘনা নদীর পাড় নির্ধারিত তারিখে বৃহস্পতি, শুক্র ও শনিবার বিশিষ্ট ওলামায়ে কেরামগন তাশরিফ আনিবেন। চাঁদপুরে দ্বিতীয়তম বিশ্ব ইজতেমা ঘিরে মুসল্লীদের আগমন শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কারনে পুর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে বিশ্ব ইজতেমা শুরু হবে। রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে চাঁদপুরের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। স্থানীয় মুসল্লী জালাল আহমেদ জানান, চাঁদপুরের মেঘনা নদীর পাড় দ্বিতীয় বিশ্ব ইজতেমা বৃহস্পতিবার থেকে শুরু হবে। জাতীয় সংসদ নির্বাচনের কারনে পুর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে কমিটির সিদ্ধান্ত মোতাবেক। এমনকি আখেরী মোনাজাত রবিবারের পরিবর্তে শনিবার রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদপুরের বিশ্ব ইজতেমায় চাঁদপুরবাসী ছাড়া বিভিন্ন জেলা উপজেলা থেকে মুসল্লীদের আগমন ঘটে থাকে। বিশ্ব ইজতেমা ঘিরে মুসল্লীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে।

Powered by themekiller.com