Breaking News
Home / Breaking News / বিশিষ্ট কবি ও আবৃতিকার সুপ্রিয়া সারাহ্ এর কবিতা ” অনুতপ্ত “

বিশিষ্ট কবি ও আবৃতিকার সুপ্রিয়া সারাহ্ এর কবিতা ” অনুতপ্ত “

অনুতপ্ত
———————– সুপ্রিয়া সারাহ্
নাই সুখ মনে ভাবি বসে বিজনে
কিসে যে মন হয় শান্ত..!
বাড়ি- গাড়ি শাড়ী টাকা কড়ি, সোনা
সকলি যে আজ ভ্রান্ত।
কোথা যে খোদা, কোথা যে রাসুল (সাঃ)
চিনিনা বুঝিনা জ্ঞানে,
তৃষিত এ মন চায় দর্শন কি করে বসিবো ধ্যানে।
কাহারে পাই কাহারে শুধাই কে দেখাবে পথ আমারে,
মুর্শিদ আছে শত সহস্র, সঠিক বলি যে কারে?
নির্লোভ, নিরহংকার নিষ্কলুষ খোদা ভক্ত
আর কারো নয় শুধু নিশ্চয়ই
রাসুল সাঃ এর অনুরক্ত।
এমনি নিখাঁদ আশিকে রাসুল
খুঁজে ফিরি পাইনা দিশা,
রাহমানুর রাহিম, ওগো আল্লাহ
পূর্ণ করো এ আশা।
কিছুতে হয়না শান্ত এ মন
সব’ই মিছে লাগে বন্ধু স্বজন,
মিছে মোহ মায়া যত রীতিনীতি
প্রাণের বাঁধন, মিছে প্রেম প্রীতি।
শান্তনা দাও ওগো রব্বানা
দু-হাত তুলি চাহি আজ পানাহ্।
হেলায় হেলায় কেটেছে বেলা
জীবন সূর্য হলো ম্লান
বুঝেছি অবেলায় কাঁদি শংকায়
অনুতপ্ত অপরাধী এ প্রাণ।

Powered by themekiller.com