Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট এবং আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” কবিতার স্ট্যান্জা ভেঙে দিলাম”

কবি ও কলামিস্ট এবং আবৃতিকার আব্দুল্লাহ আল মামুন রিটন এর কবিতা ” কবিতার স্ট্যান্জা ভেঙে দিলাম”

।। কবিতার স্ট্যান্জা ভেঙে দিলাম ।।

জাগিয়ে দিলে মা? তোমার এই অশান্ত ছেলেকে?
যে জেগে গেলে সূর্যের সাথে লড়ায়ে মাতে নিত্য
পৃথিবীর বুকে সঠিক সময়ে আলো পৌঁছে দেয়নি কেন?

যে সন্তান ক্ষমতার ঊর্ধ্বে উঠে নিজেই সাজে নক্ষত্র
অনাচারে, অত্যাচারে, নিপীড়নে ভাজে গোটা বিশ্ব?
জেগেই দিলে মা? এই ঘোর সন্ধ্যা বেলা? এই আঁধারে?

যুদ্ধ যুদ্ধ ধোঁয়া ধোঁয়া চারিদিকে, পশ্চিম থেকে পূবে
মধ্য অঞ্চল থেকে শুরু হয়ে পৌঁছে গেছে তোমার মূলে?
জাগিয়ে দিলে মা? ঘুম ভাঙালে তবে অবশেষে? ক্রান্তিতে?

জেগে জেগে কলম থেকে কাগজে, কাগজ থেকে কাব্যে?
এসবে চলে না মা আমার, সহ্য হয়না, অক্ষরে চলেনা
আমি চুপ থাকা শান্ত ছেলে না মা, জাগিয়ে দিলে তবে?

কবিতার স্ট্যান্জা ভেঙে দিলাম মা, একই ভাবে রুখব অনিয়ম
এবার জেগেছি যখন মা, বারুদের গর্জনেই থামাব বারুদ ধোঁয়া।

(অশান্ত পৃথিবীর জন্য)

Powered by themekiller.com