Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন বাংলারমুখনিউজ২৪.কম পত্রিকায়

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন বাংলারমুখনিউজ২৪.কম পত্রিকায়

. সংসক্তি
°°°°°°°°°°
মীর্জা সিরাজুল ইসলাম
লেখা -১০/১১২০২২ ইং

তুমি চলে গেলে বড্ড অভিমানে
হয়তো একবুক চাপা ক্ষোভে
না বলা শত অভিমান লুকিয়ে রেখেছিলে

পৃথিবীর সংসক্তিকে পরাভূত করে
কাঁদিয়ে গেলে হাজার হৃদয় –
নিঃস্ব পৃথিবীও এখন মৃত্যুর প্রহর গুনে

হাজার বেদনাকে পাশকাটিয়ে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিলে লৌকিক বিশ্বাসে
হয়তোবা তুমিই মৃত্যুঞ্জয়ী সিপাহসালার

তবুও তীব্র অনুতাপে পুড়ে গেছে কঙ্কর
কতোটা রোষে জীবন পাপড়ি ঝরে পড়ে
সে শুধু মৃত্যুর মিছিলই অবগত –

তোমার সুবিশাল করিডরে
অজস্র কুঁড়ি দেখেছিলাম সেদিন
সে কুঁড়ি বিকশিত হবে উপযুক্ত সময়ে
সে আমার দৃঢ় প্রত্যয়!!

——————————————–

হৃদয়হীনা
মোঃবখতিয়ার হোসেন মন্ডল।
১১/১১/২০২২ ইং।

হৃদয়হীনা জানিনা কেন আজ তোমাকে
বারবার স্মরণ করছে আমার এ হৃদয়,
মিথ্যে অভিনয়ে দিয়েছিলে ভালোবাসা
হয়েছিলাম বিভোর স্বপ্নে স্বপ্নময়।

হৃদয়হীনা মুছে ফেলো অভিনয়ের ভালোবাসা
রেখো না দু’চোখের নীল তারায়,
হবো না আর আসক্ত সেই সুখের আশায়
তোমার মিথ্যা ভালোবাসার আশকারায়।

হৃদয়হীনা,আমি মনে রাখতে চাই না তোমায়
স্বপ্নেরাই যে আমার চেয়ে বেশি তোমাকে চায়,
কি করবো বলো এমন আনমনেই যদি মন হারায়
তুমি তো হৃদয়হীনা কি হবে এসব বলে তোমায়।

হৃদয়হীনা,তোমার জন্যই স্বপ্নরা আজ আমার ঘর ছাড়া
তোমার জন্যই আজ আমি মনহারা,
তোমার জীবন চলছে জানি অনেক রঙে ঢঙে
তোমায় ভুলতে প্রতিনিয়ত যুদ্ধ করি আমি মনের সঙ্গে।

——————————————–
দৃষ্টি পড়ুক ভুলটাতে
মো.নূরুল হক তারিখঃ ১০/১১/২০২২খ্রিঃ
————————————————
কা’র জীবনে সুখ কতোটা
মুখ ফিরিয়ে তাকায়?
কষ্ট ক’টা দুমড়ানো যায়
জীবন-গাড়ির চাকায়?

কা’র কতোটা কাটবে জীবন
নিরাপদ-নিশ্চিতে
স্পষ্ট হবে ভাগ্যলেখায়
কৃতি’র বিপরীতে।

যৌবনে যার আশা পূরণ
হয় না যথাযথ
সৃষ্টি হবে মনের কোণে
হতাশভরা ক্ষত।

আাশাগুলো ভ্রষ্টপথে
যখন পড়ে খসে
কষ্ট তখন বুকের ভেতর
আসন গেড়ে বসে।

জীবনখাতার রঙিন পাতা
সুখের খোঁজে উল্টাতে
সৃষ্টিসুখের-উল্লাসেই
দৃষ্টি পড়ুক ভুলটাতে।

——————————————–
শিরোনাম: সেই শব্দ লাগি
কলমে: শ্যামল কুমার মিশ্র
রচনাকাল: ০৯-১১-২০২২
১০-১১-২০২২

রোজ রাতে আমি শব্দ খুঁজে মরি
ভালোলাগা ভালোবাসার শব্দ
উৎকর্ণ থাকি—ঐ শব্দ হলো!
মৃদু বাতাসে মর্মর পাতার শব্দ
কিংবা মার্জার চলেছে নরম পা ফেলে
শুকনো পাতায় জেগে উঠছে শব্দ
‘আমি কান পেতে রই’…

শেষ ট্রেনটা হুইসেল দিয়ে চলে যায়
রাতের নিশীথে চাঁদ ডুবে যাওয়ার আগে
ও এসেছিল ধীরে একান্ত সন্তর্পণে
কী গভীর নম্রতা সে পদবিক্ষেপে
‘আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া’…
‘আমি শুধু কান পেতে রই’…

নাম না জানা পাখিটা শিস্ দিয়ে
হারিয়ে যায় ছাতিমের আড়ালে
রেখে যায় ডানা ঝাপটানোর শব্দ
আমি শুনতে পাই বইয়ের পাতার খসখস শব্দ
ওখানে কি জেগে থাকে কোন শব্দশ্রমিক?
শব্দ তরে প্রেম জাগে নিশীথে, নীরবে…

আমার দু’চোখে ঘুম নেমে আসে
শব্দগুলো গানের মালা হয়ে
আমার চারদিকে ছড়িয়ে পড়ে
আমি শুনতে থাকি ‘ঘুমপাড়ানি’ গান
গান যে শব্দের সুরেলা প্রকাশ
ওই সুর আমায় নিয়ে যায় অনেক দূরে
আমি হারিয়ে যেতে থাকি
চেতন অবচেতনের সন্ধিক্ষণে
আমি কান পেতে শুনতে থাকি লাবডুব

আমার চেতনার গভীরে
এক গভীর শব্দস্রোত খেলা করে
আমি খুঁজে ফিরি সেই শব্দ
গভীর শব্দস্রোত মাঝে…

——————————————–

মরমী বুক

দীপঙ্কর দত্ত

আশ্রয় মানে কি শুধু মাথার উপর এক টুকরো ছাদ,
আরও যে রইল অনেক কিছু বাদ।
শুধু কি দেহের জন্যই আশ্রয়,
মন, আবেগ এরাও যে চায় একটু প্রশ্রয়।
এখানে খুব অল্প পরিসর,
মনমতো মেলে না ঠাঁই, খোঁজার প্রয়াস চলে নিরন্তর।
একটা মরমী বুক চাই,
যেখানে হাসতে পারা যায়,
কাঁদতে পারা যায়,
প্রান খুলে,
সকল জাগতিক চাওয়া পাওয়া ভুলে।
যেখানে ঘুমানো যায় নিশ্চিন্তে,
উধাও হয়ে যায় সকল ভাবনা চিন্তে।
এমনই একটা আশ্রয় চাই।

9/11/2022
কলকাতা।

——————————————–

শিরোনাম: অরাজকতা
কলমে: শিপ্রা দেবনাথ
তারিখ: ১০.১১.২০২২

💔অরাজকতা💔
মাঝে মাঝেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি
গন্তব্যে পৌঁছতেই হবে অগত্যা উঠে দাঁড়াই
আবার শুরু করি-
ভুখা নয় ওরা তৃষ্ণার্ত!!!
তাই ওরা মিটিং মিছিল করে
ওদের পেট ভর্তি পকেটও বেশ গরম
উদ্দেশ্য ওদের অন্যরকম,,,
ওদের বোধ দেখে হৃদয় রক্তাক্ত হয়
আমার কবিতার দেহও রক্তে মাখামাখি হয়ে যায়
ভুক্তভোগীদের কথা হাজার লিখেও কাজে আসে না,
এর চাইতে বেশি কিছু করার ক্ষমতাও রাখি না
ঝুটাদের পরিচিতি গড়ে ওঠে
সমাজ হয়ে রাষ্ট্রব্যাপী
ওদের মিথ্যে বুলিতে
অনেকের নাম বিলুপ্ত হয়ে যায়
কাজের ফল পায় না।
© Sipra Debnath Tultul.

Powered by themekiller.com