Breaking News
Home / Breaking News / হাইমচর গাজীপুর ইউনিয়নে ৭৩০ জন ভোটারদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

হাইমচর গাজীপুর ইউনিয়নে ৭৩০ জন ভোটারদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রাপ্ত ভোটারদের মধ্যে ৭৩০ জন বৈধ ভোটারকে অবৈধ ভোটার দাবি করে গাজীপুরের জৈনিক শাহাদাত হোসেন সবুজ পেদা পিতা বাচ্চু পেদা বাদি হয়ে নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা বরাবর লিখিত অভিযোগ করেছেন গত ১ ই সেপ্টেম্বর ২০২২ তারিখ, যার স্বারক নং ১৭.০০.০০০০.০২৬.৩২.০১২.২২.(অংশ)৪২৪ এর নির্দেশনা অনুসারে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের নতুন ভোটার অন্তভুক্ত ও হস্তান্তর বিষয়ক কার্যক্রম তদন্ত করনের জন্য নিম্মরুপভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হলে, চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, হাইমচর উপজেলার নির্বাচন অফিসার শাহজাহান মামুন, গাজীপুর ইউনিয়ন এর মনিপুর ও কুতুবপুর গ্রামে সরজমিন তদন্ত করেন। তদন্তকালে অভিযুক্ত ভোটাররা উপস্থিত হয়ে নিজেদের ভোটার বৈধতা দাবি করে সঠিক তর্থ দেন।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার এর সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি বলেন। সবুজ নামে একজন ৭৩০ জন ভোটারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার আলোতে আমি চরে তদন্ত করতে গেলে কাহকে পাই আবার অনেকেরে খুজে পাইনি, না পাওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন, আসলে নদী তীরবর্তী এলাকা হওয়ায়, অনেকের কাজ কর্ম বা সন্তানদের লেখাপড়ার জন্য অনএে বসবাস করায় তাদের খুজে পাইনি।
তবে আইনের বিধান অনুযায়ী একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঠিকভাবে যাচাই বাচাইয়ের মাধ্যমে ভোটার করতে সকল প্রয়োজনীয় কাগজ পএ নির্বাচন কমিশন বরাবর জমা দেন, তাছারা কেউ যদি এলাকায় বসবাস না করে ভোটার হয়,তাহলে তাদের পূর্ব পুরুষরা ওই স্হানে বসবাস করেছিলো বা তাদের বাদ দাদার ভিটে মাটি ছিলো, সেই আলোতেও ভোটার হতে পারেন,
তবে এখনো আমাদের তদন্ত শেষ হয়নি তদন্ত সাপেক্ষে ইতিমধ্যেই তিনজন অফিসার নিয়ে কমিটি গঠন করা হয়েছে, আর তদন্ত কমিটিতে রয়েছে হাজীগঞ্জ, কচুয়া,মতলব দক্ষিণ,
তবে আমি আশাকরি এই মাসেই তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে পারবো।
এদিকে জেলা কমিশন ৯ ই নভেম্বর উপজেলা অফিসার কে আগামি ১৫ কার্য দিবসের মধে তদন্ত প্রতিবেদন দাখিল করারা নির্দেশ প্রধান করেন।
অপর দিকে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন আমার ইউনিয়ন এর বৈধ ভোটারদের মধ্যে ৭৩০ জন প্রকৃত ভোটারকে অবৈধ দাবি করে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দাখিন করেন, দক্ষীন আলগীর ২ নং ওয়ার্ডের পশ্চিম চর কৃষ্নপুর গ্রামের বসবাসকারি সবুজ পেদা নামের জৈনিক, যে বর্তমান নির্বাচন বানচাল করতে নানাহ ভাবে ষড়যন্ত করে আসছে।
সুএে জানা যায় সবুজ পেদার বাপ দাদার জমি মনিপুর চরে থাকলেও সেখানে তাদের কোন বসত ঘর নেই, এরা বিগত ২০-২৫ বছর ধরে পশ্চিম চর কৃষ্নপুর বসবাস করে আসছে, অথচ নির্বাচন আসলে এরা নানাহ ষড়যন্তে লিপ্ত হয়ে আওয়ামী লীগের মান সন্মান নষ্ট করছে, অপর দিকে নাম প্রকাশে অনিহা জানিয়ে কয়েকজন ভোটার বলেন সবুজ চায়না নির্বাচন অনুষ্ঠিত হউক, যার কারনে আমাদের বৈধ ভোটারদের অবৈধ দাবি করে বর্তমান চেয়ারম্যান সহ ইউনিয়ন বাসিকে হয়রানী করছে, আর তাই এ বিষয়ে অভিযুক্ত ভোটাররা ন্যায় বিচার পেতে জেলা নির্বাচন কমিশন কাছে দাবি জানান, একই সাথে এই কুচক্রী মহলের বিচারের দাবি জানান।

Powered by themekiller.com