Breaking News
Home / Breaking News / কবি ও আবৃতিকার সুপ্রিয়া সারাহ্ এর কবিতা “অরণ্যে রোদন”

কবি ও আবৃতিকার সুপ্রিয়া সারাহ্ এর কবিতা “অরণ্যে রোদন”

অরণ্যে রোদন
——————– সুপ্রিয়া সারাহ্

চৈত্র খরায় ত্রাহি ত্রাহি প্রাণ
চৌচির বুক জ্বলে পুড়ে ম্লান
বৃষ্টির তরে আকাশের পানে
বাড়িয়েছি হাত বিনীত মনে
আকাশ বলে বৃষ্টি দেবো ঠিকি
শ্রাবণ আসতে আরো দিন বাকি।

গুমোট বাধা আঁধার ঘর কোণে
রয়েছি বন্দী শতাব্দী কাল গুনে
জানলার শার্শিতে রোজ সূর্য হাসে
চেয়েছি আলো কত ভালোবোসে,
সূর্য বলে আমায়, শোনো বলি দুখে–
তুমি চাইলে আলো গ্রহণ লাগে মুখে।

কন্টক পথে আটকে গেছে জীবন
হাস ফাঁস প্রাণ কাঁদে হয় বুঝি মরণ
বাতাসেরে করি হাতজোড় অনুনয়
বিশুদ্ধ বাতাস দিয়ে জুড়াও এ হৃদয়
বাতাস কয়, ডেকোনা রয়েছে যে তাড়া
ওপাড়ে সবুজ, এপাড়ে ধূ-ধূ সাহারা।

চলতে চলতে পথ চলা হলো যে ভার
নিজেই নিজেই বোঝা সাধ্য নাই বহিবার
কিছু ভুল জীবনের হয়না কভু সংশোধন
প্রীতি প্রেম চেয়ে মিছে করি অরণ্য রোদন।।

error: Content is protected !!

Powered by themekiller.com