Breaking News
Home / Breaking News / চাঁদপুর কচুয়ায় হাজারো মুসল্লীদের অংশগ্রহনে রেনু মিয়া সওদাগরের জানাযা সম্পন্ন

চাঁদপুর কচুয়ায় হাজারো মুসল্লীদের অংশগ্রহনে রেনু মিয়া সওদাগরের জানাযা সম্পন্ন

ভ্রাম্যমান সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া পৌর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগরের বড় ভাই রেনু মিয়া সওদাগরের জানাজা হাজারো মুসল্লীদের উপস্থিতি মঙ্গলবার (৮ নভেম্বর) কচুয়া বড় মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের দ্বিতীয় জানাজা বিকেল ৩ টায় লুন্তি নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জানাজা অনুষ্ঠানে মরহুমের স্মৃতি চারনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামীলীগের আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিলর নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী এড. হেলাল উদ্দিন, মরহুমের বড় ভাই আলহাজ্ব জুলফু মিয় সওদাগর, ছোট ভাই কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সওদাগর, কচুয়া প্রেসক্লাব সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন (বাটা), উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী, যুবলীগ আহবায়ক তারেক সামস মিঠ, বিশিষ্ট ব্যবসায়ী মো: ওমর ফারুক প্রমুখ।
মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য যে, রেনু মিয়া সওদাগর (৬৫) সোমবার রাতে হঠাৎ হৃদক্রিয়া আক্রান্ত হলে ঢাকা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না …… রাজিঊন)। মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে কচুয়ায় এক গভির শোকের ছায়া নেমে আসে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

রেনু মিয়ার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন, ছোট ভাই চেয়ারম্যান আব্দুস ছালাম সওদাগর।

Powered by themekiller.com