Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য পড়ুন

শিরোনাম:- পথ ভ্রষ্ট
কলমে:- রঞ্জন ঘোষ
তারিখ:- ০৭/১১/২২

পথভ্রষ্ট হয়ো না বন্ধু পথভ্রষ্ট হয়ো না
পথভ্রষ্ট হলে সঠিক লক্ষ্য খুঁজে পাবে না,
চলতে হবে সঠিক পথে হোক না একটু দেরি
ক্ষতি নেই মোটেও তাতে লাভ পাবে ঝুড়িঝুড়ি।

পথ চলতে গিয়ে সদা চোখ কান রেখো খোলা
নইলে বিপদ ঘটতে পারে যায়না কিছুই বলা,
বুঝে শুনে চলতে হবে শুধু নজর রেখো সোজা,
জীবনে সুখ আসবে ছুটে লাগবে নাকো বোঝা।

জীবন পথে আসতে পারে নানান বাধা বিঘ্ন
সাবধানে পথ চলবে বন্ধু নজর রেখো তীক্ষ্ণ,
জীবন বড়ই কঠিন যাতে না পেতে হয় ব্যথা,
তার জন্যই বলছি বন্ধু তোমায় এত কথা।

প্রলোভনের শিকার হয়ে পথভ্রষ্ট হয় যারা
জীবনে দুঃখ ডেকে আনে নিজেই নিজে তারা,
সঠিক পথে চলতে না পারলে পিছিয়ে পড়তে হয়,
সারা জীবন তাদের মনে তখন জাগে সদা ভয়।

জীবন চলে নিজের নিয়মে তার মাঝে ফাঁক নাই
নিয়ম মেনে চললে তুমি আনন্দ সাগরে ভাসবে ভাই,
সদাই চলো সঠিক পথে ভুল করা তাই চলবে না,
দেখবে তবে জীবনে দুঃখ তোমায় স্পর্শ করবে না।

——————————————–
সোনা মনি
কলমে আকিকুর রহমান তালুকদার
০৬/১১/২০২২ ইং রেজী

ছোট শিশুর ভালবাসা
মা ও ছড়ার বই,
কচি মুখ সোনার ছেলে
আনন্দ খোঁজে ঐ।

মা’কে সোনা ভালবেসে
ঝড়িয়ে ধরে গলে,
পড়ার ফাঁকে সোনা মনি
মুখ আঁচল তলে।

হাটি হাটি পা পা করে
এগিয়ে যায় সোনা,
হাতে নিয়ে ছড়া বই,
করে ধোনা ধোনা।

রঙ পেন্সিল ছবি আঁকা
বাদ পড়ে না তার ,
সন্ধা হলে গল্প শোনে
সঙ্গী হয়ে মার।

রাগ করনা সোনা তুমি
কিনে দেব বই,
পড়তে বসে শিশু সোনা
ফোটে মুখে খৈ ।

——————————————–

“” ওরাই থাকবে এক নম্বরে। “”
(তমাল কুমার চ্যাটার্জি)
06/11/2022
………………………………….
স্কুল পাঠশাল না গেলে ও ,
পড়াশোনা কিছু না করলে ও ,
এ দুনিয়ার কাজের চাকা ,
সকাল থেকেই টানতে থাকা ,
কাজ করছে খেতে খামারে ,
ওরাই থাকবে এক নম্বরে।।

থাকে সকাল হবার অপেক্ষায়,
কারখানার দিকে পা বাড়ায়,
সারা দিনটা খেয়ে না খেয়ে,
নতুন কিছু বানিয়ে যায়,
চাষের জমিতে হাল ধরে,
ওরাই থাকবে এক নম্বরে।।

ঘর বাড়ি ইমারত গড়ে,
পুরোনো পাল্টে নতুন করে,
রাস্তার ময়লা পরিস্কার করে,
ড্রেনের আবর্জনা সাফ করে,
সমাজের মান রক্ষা করে,
ওরাই থাকবে এক নম্বরে।

উন্নয়ন আসে যাদের হাত ধরে
গ্রাম শহর সর্বত্র বিরাজ করে,
পরিবেশকে বাসযোগ্য করে,
দিনদুপুরে লাইনে কাজ করে,
ট্রেনের চাকা আগে বাড়ে,
তাই ওদের রাখব এক নম্বরে।

এই দুনিয়ার বিশাল সমুদয়,
ভাত কাপড় যারা যোগায়,
ক্লান্তিটাকে গ্রাহ্য করে না,
কাজ ছাড়া কিছু বোঝে না,
অন্যের সুখসুবিধা খেয়ালকরে
ওরাই থাকবে এক নম্বরে।।

রাত জেগে পাহারা দেয়,
চৌকিদারি করে সীমানায়,
দেশের সুরক্ষা যাদের হাতে,
থাকেনা কিন্তু পরিবারের সাথে
নিজের জীবনকে বাজি ধরে,
ওরাই থাকবে এক নম্বরে।।

নতুন দিনের সকল আশা,
সুখ শান্তি সব ভরসা,
মানুষ বাঁচতে চায় দুঃখ ভুলে
চোখের জল মুছে ফেলে,
সবার কষ্ট যারা সরায় দূরে,
তারাই থাকবে এক নম্বরে।

মেহনত করে, মজদুরি করে,
নিজের সুখ পরোয়া না করে,
কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে চলে,
কপালের ঘাম মুছে ফেলে,
মেরুদণ্ড যাদের ঝোঁকে কাজের ভারে ,
তাই তো তারা এক নম্বরে।। (শেষ)

——————————————–
অনুভূতি
রাণু সরকার

অভিমান-অভিযোগ ভুল বোঝা-বুঝি-
ভালোবাসা থেকে যদি বড়ই হবে
তাহলে ভলোবাসা শব্দটার অন্য একটা অর্থ-থাকা উচিত ছিলো।
যতদিন ভুল বোঝা-বুঝি না হবে-
ততদিন একসাথে থাকা,
যতদিন তোমার ভালোলাগা থাকবে এটা পছন্দ, তাই না?

অসংখ্য ভলোবাসার গল্প আছে-
সমাপ্তি আনন্দের জল নিয়ে আসে চোখে,
ডায়েরির পাতার ভাঁজে অনেক অভিমান লুকানো থাকে,
একদিনের আনন্দ যদি ভালোবাসার অর্থ হয়
তবে ভালোবাসার জন্ম কেনো?

ভালোবাসারা তো অনুভূতি,
অনুভূতিরা তো মরে না,
মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন অনুভূতি বেঁচে থাকে–
একমাত্র সিদ্ধান্তই কি বিচ্ছেদ?

যেখানে থাকবে না অভিমান, সহস্র অভিযোগ,
কান্না আর বিচ্ছেদের সুর——-

——————————————-

০৫.১১.২২.
চাষ
এম.আর.মনজু

গোয়াল ভরা গরু,ছাগল
পুকুর ভরা মাছ
পুকুর পারের চারদিকেতে
রোপণ করি গাছ।

পুকুরেতে মাচা বেধে
সবজি গাছের ডাল
যায় ছড়িয়ে লাউয়ের ডগা
ভরে রে মাচাল।

বাড়ির পাশে খালি জমি
সবাই করি চাষ
খোঁয়াড় বেধে হাঁস-মুরগি
পালবো বারো মাস।

বাংলাদেশের চাষি আমি
ফসল ফলাই আর-
নিজে খেয়ে বিক্রি করে
শোধ করি সব ধার।

——————————————–

কবিতাঃ “আমি রাত হতে পারিনা”
কলমঃ সাংবাদিক এম.আর হারুন
০৫/১১/২০২২
——————————————————-
জীবন স্রোতে কালের বন্ধন ছুটে যায়
অভিমানের শুভ্র ঘাস ফুল মুকুলেই ঝরে
কেবা আমার মনের দুয়ার খুলে বসে
সাত রঙের প্রজাপতির ডানা মেলে,
বলোনা তুমি,
আঁধার লুকিয়ে আলোকিত হয়ে রই
কেনো বুজোনা আমি রাত হতে পারিনা।

কখনো জীবন ধ্বংস হয়, নিস্তব্ধ হই
ডানা মেলবেনা শত সহস্র ফড়িং
পাহাড় চূড়ায় জেগে থাকবেনা নীল ক্ষেত,
পাখিদের কলতানে ভাঙ্গবেনা ঘুম
হবে না শিশির ভেজা ভোর,
বকুল তলে আসবে না কেউ ফুল তুলতে
হয়তো নীল শাড়ি পড়ে আয়নার সামনে
দাড়াবেনা কোনো এক সুখ পাখি।

দিনকে রাত করতে পারবোনা, জানো
তুমিও বাড়ির ছাদে দাড়িয়ে তারা গুনবে না
হাসনাহেনার সুবাস নিতে আসবে না
ভাঙ্গা ঘরের আস্তর খসে পড়া দেয়াল ঘেঁসে
অথচ তুমিই আমায় বলেছিলে একদিন
ভালোবাসো, অনেক ভালোবাসো,
চলনা দুজনে মিলে দিনকে রাত করি
দুজনে মিলে গগনের তারা গুনবো।

সেদিনের কথাই বলি তোমাকে,
কতটুকু ভালোবাসো, কতটুকু চাও
প্রতি উত্তর ছিলো অনন্তকাল চাই,
জীবন যতদিন ততদিন ভালোবাসবো,
একটু হেসে আড়াল হলে লজ্জায়,
হাত ছাড়বে নাতো, শক্ত করে ধরে রেখো
আমি দিনও চাইনা, রাতও চাইনা
শুধু তুমি আমার বুকের শিহরণে লুকিয়ে থেকো।

( আজকের কবিতাটি মিতু ও রিটনের প্রথম বিবাহবার্ষিকীতে সামান্য কথামালার উপহার দিলাম,মুলতঃ খুব তাড়াহুড়ো করে কবিতাটি লিখেছি, ওদের দুজনকে উৎস্বর্গ করলাম)

Powered by themekiller.com