Breaking News

প্রতিটা মানুষের হাসি তার প্রিয় মানুষটার কাছে হিরার চেয়ে মূল্যবান।আপনি যে চে’হা’রা’র কোনো গঠন খূঁজে পাচ্ছেন না। কেউ হয়তো সেই চে’হা’রা’র দিকে একবার তাকিয়ে দিনশেষে নিজের স্বর্গের সুখ খোঁজে পায়। আপনার কাছে যে চে’হা’রা’টা কু’ৎসি’ত মনে হচ্ছে। দিনশেষে কেউ একজন সেই চে’হা’রা দেখার জন্য দিশেহারা হয়ে থাকে।

ভালোবাসাটা এমনই হয়। প্রত্যেকের প্রিয় মানুষটা প্রত্যেকের কাছে সেরা। আপনি কাউকে মন থেকে ভালোবেসে দেখেন! তাকে ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষকে আপনার ভালো লাগবে না । ভালোবাসার কাছে চা’ম’ড়া’র বৈ’ষ’ম্য মূল্যহীন।যার ভালোবাসা যত পবিত্র তার চোখে তার ভালোবাসার মানুষটা তত সুন্দর।

লেখা ও ছবি- নাফিজ ইকবাল নূরুল্লাহ্(fb)

error: Content is protected !!

Powered by themekiller.com