Breaking News
Home / Breaking News / অাগামী ১৮ ন‌ভেম্বর বাংলা‌দে‌শে অাস‌ছে নব‌নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

অাগামী ১৮ ন‌ভেম্বর বাংলা‌দে‌শে অাস‌ছে নব‌নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

অ‌ভি‌জিত রায় ।। অাগামী ১৮ ন‌ভেম্বর বাংলা‌দে‌শে অাস‌ছেন নব নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত অার্ল রবার্ট লিমলার। তি‌নি সা‌বেক রাষ্ট্রদূত মার্শা বা‌র্নিকা‌টের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন। বা‌র্নিকার্ট দীর্ঘ চার বছর বাংলা‌দেশস্থ মা‌র্কিন দূতাবা‌শের রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন শে‌ষে ২ ন‌ভেম্বর বিদায় নেন।
নব‌নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট মিলার বাংলা‌দে‌শে এ‌সে রাষ্ট্রপ‌তি অাব্দুল হা‌মি‌দের কাছে প‌রিচয় পত্র পেশ কর‌বেন। পেশাদার কূটনী‌তিক রবার্ট মিলার‌ক যুক্তরা‌ষ্ট্রের দূতাবাসের রাষ্ট্রদূত হি‌সে‌বে হোয়াইট হাউজ ১৮ জুলাই ঘোষণা ক‌রেন।
বাংলা‌দে‌শে ম‌নো‌নিত হওয়ার অা‌গে মিলার বস‌সোয়ানায় রাষ্ট্রদূত হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন। রবার্ট মিলার ১৯৮৭ সা‌লে মা‌র্কিন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে যোহদান ক‌রেন। এর অা‌গে তি‌নি ২০১১ সাল থে‌কে ২০১৪ পর্যন্ত দ‌ক্ষিণ অা‌ফ্রিকার জোয়া‌নেসবা‌র্গে যুক্তরা‌ষ্ট্রের কনসাল জেনা‌রেল হি‌সে‌বে তা‌য়িত্ব পালন ক‌রেন।
এছাড়ার তি‌নি নয়া‌দিল্লী, বাগদাদ ও জাকার্তার দূতা%A

Powered by themekiller.com