Breaking News
Home / Breaking News / সমবায়ী পুরস্কার পেলেন ফরিদগঞ্জের আহসান উল্যাহ খান

সমবায়ী পুরস্কার পেলেন ফরিদগঞ্জের আহসান উল্যাহ খান

মোহাম্মদ সিন্টু
সমবায়ে বিশেষ অবদানের জন্য সমবায়ী পুরস্কার পেলেন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার সকদীরামপুর গ্রীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মোঃ আহাসান উল্ল্যাহ খান।

শনিবার (৫ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়াত উল্লাহ, চাঁদপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আলী এরশ্বাদ মিয়াজী প্রমুখ।

আলোচনা শেষে ওই অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদানের জন্য মোঃ আহসান উল্ল্যাহ খানসহ অন্যান্য সমবায়ীদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় সমবায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্থানের সমবায়ীরা উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com