Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

বেদনা দগ্ধ সময়
পার্থ সারথি দাস
(তা-০৩/১১/২২)

একলা তোর রোদ শিশির
করেছে আনাগোনা,
মনের কথা বললে বল
শুনতে নেই মানা।

ছায়া হয়ে চলবো সাথে
কায়া চাইবো না,
মনের মতো মন হলে
ভুলে যাবো না।

দুঃখ স্মৃতির ধূসর হবে
তোরে পেলে কাছে,
আমার মনে অজস্র দুঃখ
অশ্রু হৃদে আছে।

(বদরপুর
কুমিল্লা)

——————————————–

তারিখঃ০৩ নভেম্বর ২০২২
শিরোনাম: সূর্যাস্ত
কলমে: মরিয়ম মনি

দিনের শেষে থেমে আসে
চারপাশের কর্ম কোলাহল,
প্রকৃতিতে নিরবের সমারোহ
এক অন্য রকম প্রশান্তি ;
সারাদিন কর্ম ব্যস্তার পর,
শ্রান্ত মানুষ ফিরে ঘরে,
পশু-পখী ফিরে নীড়ে;
পরিবেশের নৈসর্গিক নীরবতা,
স্বর্গীয় আভায় রঞ্জিত আকাশ,
সূর্যের রক্তিম আলোর ছটায়
প্রকৃতি যেন এক অন্য রকম সাজ;
আকাশ- মাটি মুখোমুখি মৌনমুখর,
ঘোমটা -টানা লাজুক বধূর স্মরণমোখর;
সূর্যের লাল টিপ কপালে
নববধূর মতো সেজে,
রিমিঝিমি ঢেউ খেলানো সোনা রঙে
রক্তিম সূর্য উষ্ণতা বিলিয়ে্,
আকাশ মিশে যায় দিগন্তরেখায়।

——————————————–

অচেনা
———-
—-দীপক বসু
আকাশটা নীল ছিল
নদী ছিলো চেয়ে।
সবুজের মাখা মাখি
যেন সেথা যেয়ে।
মন ছিলো চোখ ছিল
হাসি রেখা রেখা।
কি যেন সুর ছিল
ছবি আঁকাবাঁকা।
অচেনার দেশ সেথা
তবু আলো আলো।
নেই কিছু চেনা তার
কত লাগে ভালো।
আঁখি চায় ফিরে যায়
মন বারে বারে।
কে আবার ডাকে আয়
চিনি না-গো তারে।

——————————————–

“অনু কবিতা”
শেখ সাবারুল ইসলাম
০৩/১১/২০২২

আমার বসন্ত কাল,
পালিয়ে গেল-
দৌড়ে, অনেক দুরে!

তারে হন্যে হয়ে,
খুঁজতে গিয়ে-
ক্লান্ত হলাম ঘুরে!

তারে খুঁজেও এতো,
পাইনি দেখা-
কোথায় পাবো তারে?

তুমি-কি বলতে পারো,
সেই বসন্তকে-
পাবো কেমন করে?

এখান থেকে পালিয়ে-
গেছে ; হয়তো-
অন্য কারও ঘরে!

কারও বসন্ত কাল,
হারিয়ে গেলে-
আর-কি আসে ফিরে?

——————————————–

শিরোনাম–নারী তুমি
কলমে– শ্রী নেপাল বিশ্বাস
দিনাঙ্ক–০৪/১১/২০২২

নারী তুমি সেরা সৃষ্টি হও ধরা ‘পরে,
নারী তুমি গর্ভে ঠাঁই দিলে যত্ন করে ।
নারী তুমি চির স্থির সৃষ্টি স্থিতি তরে,
নারী তুমি কত রূপে আছো সর্ব ঘরে ।

নারী তুমি মাতা কন্যা রূপে প্রতি স্তরে,
নারী তুমি স্ত্রীর রূপে আছো সর্ব ঘরে ।
নারী তুমি বাবা বলে ডাকো সর্ব নরে,
নারী তুমি তার জন্য আছো সর্ব ‘পরে ।

নারী তুমি সূর্য্য-সম দাও আলো তাপ,
তাপ পেলে মোরা সবে বলি বাপ বাপ ।
নারী তুমি মাথা পেতে সহ্য করো চাপ,
চাপ খায়, তবু নারী সব করে মাপ ।

নারী তুমি লক্ষ্মী রূপে থাকো প্রতি ঘরে,
ঘরে তুমি স্নেহ ডোরে বাঁধো সর্ব নরে ।
নারী তুমি ছাতা আর মাথা রূপ ধ’রে,
ধ’রে রাখো গৃহে সদা সবে শক্ত করে ।

নমস্কার

——————————————–
কবিতা– অনুপম অনুভূতি
কলমে– রীতা মুখার্জি

তোমার জন্য আকাশ পেলে
রাখবো নাম
বাতাসের হাতে দেব চিঠি
নীল খাম ।
তোমার জন্য পূর্ণ সাজি
নানান ফুলে
অশ্রু ছাড়াও আছে কিছু
তুমি ছুঁলে
যদি তোমার জন্য পথ খুঁজে পাই
পথের শেষে —
অপূর্ণ সব পূর্ণ হবে
সব পাওয়ার দেশে ।
ভাবনা যদি মিছিল করে
নামব পথে ।
জ্বর যদি হয় কপোল দেশ
নিজের হাতে
মাপবো জ্বর , দেখবো কেমন
জ্বর আসে ।
একটু ছোঁয়ায় সব জুড়ানোর
গল্প পাশে
নিঃস্ব যদি হই নাগরি
দেখবে চেয়ে
নাম দেবো তার ভালোবাসা
নদীর চেয়ে ,,,,,,

এই যে তোমার মেঘ-রোদ্দুর
আসা যাওয়া
ওর ভীতরেই ভালোবাসার বৃষ্টি নামুক
মুক্তার ভীতর সুক্তি যেমন ঘুমিয়ে থাকে
ভালোবাসার পদ্ম কোড়ক এমনি থাকুক ।

#কাব্যহীনা

Powered by themekiller.com