Breaking News
Home / Breaking News / চাঁদপুর টু কক্সবাজার বিআরটিসি বাসের উদ্বোধন

চাঁদপুর টু কক্সবাজার বিআরটিসি বাসের উদ্বোধন

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুরে বিআরটিসি বাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড মাইক্রোস্ট্যান্ডে বিআরটিসি টিকেট কাউন্টারে সামনে ফিতা কেটে উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
পরে সম্মিলিতভাবে মোনাজাত পরিচালনার মাধ্যমে বাসে ভ্রমণকারী সকল যাত্রীদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
অত্যাধুনিক বিআরটিসি বাসটি প্রতিদিন রাত ৮টায় চাঁদপুর টু কক্সবাজার রুটে চাঁদপুর ছেড়ে যাবে। এছাড়াও বাসটি ভায়া হয়ে কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম যাত্রী বহন করবে।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ, টিআই জহির ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি রিভিন রেদওয়ান, হাজিগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজি, সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী বাবু পাটোয়ার।

error: Content is protected !!

Powered by themekiller.com