Breaking News
Home / Breaking News / কেয়ার বাংলাদেশ চাঁদপুর এর আয়োজনে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

কেয়ার বাংলাদেশ চাঁদপুর এর আয়োজনে জনসচেতনতা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সিন্টুঃ
করোনা ভাইরাস এর পাশাপাশি ডেঙু মোশার আর্বিভাব বৃদ্ধির কারনে বাংলাদেশ কেয়ার এর আয়োজনে চাঁদপুর জেলা শাখার উদ্দেগে জনগন কে নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় শহরের পুরানবাজার ওছমানীয়র সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে জন সাধারণ কে নিয়ে সচোতনতা সভাটি শুরু করেন,
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোহাম্মদ ইউসুফ, তিনি বলেন কোভিড ১৯ প্রাদুর্ভাব ঠেকাতে আমাদের সব চেয়ে বড় করণীয় হচ্ছে, আমরা সচেতন হবো,, নিজেকে পরিস্কার পরিছন্ন রাখবো, ঘন ঘন হাত পা ধুয়ে নিবো, এবং সাবান ব্যবহার করবো সব সময়, তাছারা, ডেঙু প্রতিরোধে ও আমরা নিজেদের বাড়ির ভিতর বা তার আশপাশ গুলি পরিস্কার করে রাখবো, যেখানে জ্বলাবদ্বতা সৃষ্টি হবে সেখানে জ্বলাশয় গুলি অপসারণ করবো, মনে রাখতে হবে, আমাদের সচেনতাই আমাদের কে রোগ বালাই থেকে দূরে রাখবে, এই সবের পাশাপাশি ডাক্তারি সেবাও নিতে হবে,
পি এম বিল্লাল হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লি চিকিৎসক আর এম পি সহদেব দেবনাথ, আব্দুল খালেক বিশ্বাস , মোঃ মহিউদ্দিন জাকোরিয়া,
সভাটি সার্বিক সহযোগিতায় ছিলেন আউটলেট ম্যানেজার আব্দুল মোতালেব ভূইয়া,সহ আউটলেট প্রতিনিধি আনোয়ার, সৈভাল সহ আরো অনেকে। শুরুতে কোরয়ান তালোয়াত করে সচেতনতা সভা শুরু করে, চিএ পর্দশণী করিয়ে উপস্থিত শত শত নারী পুরুষদের বোঝানো হয়,
দীর্ঘ ঘন্টা ব্যাপি সভায় এলাকাবাসীর উপস্থিতিতে সমাপনি হয়।

Powered by themekiller.com