Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের আজকের সেরা ছয় সাহিত্য

জীবন

প্রীতিশ চৌধুরী

হৃদয় যখন নিদ্রামগন
বাজলো বীণার সু্র,
আঁধারেতে আলোকচ্ছটা
সুখের প্রহর সুদূর ।

গর্জে এলো ঝড়ের রাতি
যায় না দেখা রবি শশী,
পিপাসিত প্রাণ কাঁদে
ঐ, শঙ্কায় অহর্নিশি ।

জীবনটা বড়ই রুদ্র, ভয়ঙ্কর
নয় এ মধুর খেলা ,
দু্ঃখে বাজুক সুরের বাঁশি
আঘাতেরে অবহেলা।

স্বপ্নে আজো স্বপ্নের ঘর বাঁধি
প্রভু,দূরদূরান্তর গগনে ,
তোমার চরণধ্বণি শুনি যেন
শোকে দুঃখে মরণে।

——————————————–

#শিরোনাম_কলমধারী
#কলমে_উজ্জ্বল_দত্ত_চৌধূরী

বলছে রাজা, তোমরা সবাই শোনো
রাজার কাছে কলম বিপজ্জনক!
তোমরা সবাই সাবধান হও তাই
যাদের আছে কলম ধরার ঝোঁক।

তোমরা যারা লেখো সমাজ কথা,
তকমা পাবে ‘শহুরে নকশাল’,
কলম যদি বলে সমাজ ব্যথা
তোমরা তবে ‘অ্যান্টি ন্যাশনাল’!

এবার বলো কোনদিকে তে যাবে,
ব্যক্তি নাকি সমাজ প্রায়োরিটি?
করবে টা কী, ভাবতে তোমায় হবে
রাজার সাথে লাগলে খিটিমিটি।

রাজার আছে বায়না হাজার হাজার
বিরোধ সে যে চায়না কোনমতে,
ইচ্ছা রাজার বিরোধী শূণ্য হোক,
সবাই থাকুক রাজার সহমতে।

কিন্তু তুমি হলেই যুক্তিবাদী
নামবে শাসন কঠিন কঠোর তার,
তোমার বুকেও লাগতে পারে গুলি
যেমন ছিল নরেন্দ্র দাভোলকার।

এমন আরো অনেক নাম আছে
যুক্তি যাদের ধারালো ছিলো খুব,
মৌলবাদের বুলেট যখন আসে
রাজা তখন থাকেন নিশ্চুপ।

এবার বলো কোনটা তোমার পথ,
সত্য, ন্যায়ের যুক্তিবাদী মুখ?
নাকি মেরুদন্ড বেচবে সহমতে
থাকবে তোমার পার্থিব সব সুখ।

কলমধারীর কলম বিপর্জয়
নাকি বলবে তুমি ‘সত্যের হোক জয়’।

——————————————–

ডাল মে কুঁচ কালা হ্যায়
নব্য কবিঃ মোঃ বিনয় আমিন ।
বড় বড় কথা
বলছেন হেতা হোতা
এখন কেন চুপ ?
নিজের কুয়ায় নিজে পড়েছেন নিঃশব্দে টুপ !
কত অহংকার
দেখিয়েছেন বারংবার
ধরাকে করেছেন সরা
জনতা খাবে খেসারী ডালের বড়া
যে লাউ সেই কদু
চুপটি করে আছেন রাম শ্যাম যদু মধু !
কেউ একজন চেতে চুতে ” কে হে তুমি লাউ ?”
আমিও বলি ” আমি হে সেই আমজনতার ঢেউ ”
রেগে যাবেন নেতা ” নিকালো হিয়াসে —
বেইল নেই তোর – বুক ফাটে তিয়াসে !
আমি নেতা
কব কথা
যা ইচ্ছে তাই —
তুই বেক্কল আমজনঅতা , তোর বেইল নাই !
ভোট দিবি বিড়ি খাবি , সাথে খাবি চা
ভোট শেষ ভোট শেষ এবার তফাৎ যা ।
হাহাহা নেতা কি যে বলেন আমারে
কিল ঘুসি খাব আমি , কুঁকড়ে উঠবো বাবারে ।
কবিতা শেষ , দি ইন্ড ।

——————————————–

সূর্যাস্তের বেলায়
নজরুল ইসলাম ভুঁইয়া

দিনের শেষে দূর আকাশে
সূর্য নেমে এলো
ঝাঁকে ঝাঁকে পাখপাখালি
নীড়ে উড়াল দিল।

সূর্যের আলো নিভে এলো
লালচে আভায় রাঙিয়ে দিল
পাহাড় ঝর্ণার বুক,
শিশু কিশোর ছুটছে বেলায়
সাগর জলে মাতছে খেলায়
সবাই আনন্দে উৎসুক।

হেসেখেলে কাটলো সময়
বাড়ি ফেরার নেই কোনো ভয়
সাগর বুকের বিশাল ঢেউয়ে
সবাই মুগ্ধতা ছড়ায়
আনন্দে আত্মহারায়।

আকাশের হোলিখেলায়
পাহাড়, ঝর্ণা, লেক,
মিশিয়াছে একসাথে যেথায়
সাগরের বিশালতায়
সেখানে প্রেম খুঁজে পায়।

অপরূপ সৌন্দর্য্যের লীলায়
বারবার পথ হারিয়ে
বনেবাদাড়ে ঘুরে বেড়ায়
গহীন অরণ্যের সৌন্দর্যে
মুগ্ধ হয়ে উপভোগ করে যায়
মনোমুগ্ধকর সূর্যাস্তের বেলায়।

তারিখঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ইং।
১২ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ।
১ রবিউসসানি, ১৪৪৪ হিজরি।

——————————————–
রবকে চিনতে শিখো
মোঃ জাবেদ হোসেন ফাহাদ

কার মহিমায় চলছে ধরা
কে করিলো সৃষ্টি?
বুঝবে তবে ওই আকাশে
একটু দিলে দৃষ্টি।

ক্যামনে করে আকাশ মাঝে
ঝিকিমিকি তারা,
চন্দ্র সূর্যের আলো জ্বলে
কার ইশারার দ্বারা।

কেবা তোমার দিচ্ছে রিযিক
ভেবেছো কি কভু?
সে যে আমার আল্লাহ মহান
সৃষ্টিকারী প্রভু।

একটি ফোঁটা শুক্রবিন্দুয়
ক্যামনে তোমার জন্ম?
চিনতে শিখো রব কে তোমার
করো তাহার কর্ম।

এক আল্লাহই বিশ্বাসী হও
তার ইবাদত করো,
চিরও জীবন থাকতে সুখে
মুমিন জীবন গড়ো।

——————————————–

শিরোনাম – বর্তমান সমাজ চিত্র
কলমে – সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
তারিখ – ৩০/১০/২২

দেখতে পাচ্ছি শিক্ষা এখন ভিক্ষা করে,
আর সভ্যতাটা উঠে গেছে লাটে।
সমাজের সততা এখন ঢুকরে কাঁদে,
মানবতাটা শুয়ে গেছে মরা খাটে।

আবার চোরের গায়ে তে ভদ্র পোশাক,
দেখে তাদের হয়েছে যে চেনা দায়।
সরকারি চাকরিজীবীরা মাইনে পেয়েও
ধারাবাহিক ভাবে ঘুষটা খেয়ে যায়।

সমাজের লম্পটেরাও আজ হচ্ছে নেতা,
থাকে মুখে তাদের মিথ্যা কথার ঢেউ।
হয়ে গেছে ব্যবসা মানেই কালোবাজারি
পারছে না করতে সততা রক্ষা কেউ।

আজ নেতাদের কাছেই নেইকো নীতি,
তবুও হয় তাঁরা রাজনীতিতে সেরা।
বর্তমানে গোটা দূর্নীতিতে ভর্তি সমাজ,
করছে রাজনীতি নিয়ে হেরাফেরা।

সমাজের মানুষ শিক্ষা নিয়ে শিক্ষিত হয়,
আজ সে-শিক্ষিতরা নামেই ডিগ্রিধারী।
কারণ তারা শিক্ষা পায়নি সততা শেখার,
তাই সব জায়গায় করে থাকে গাদ্দারি।

Powered by themekiller.com